বাংলা হান্ট ডেস্কঃ দিনের পর দিন ক্রমশ ভয়ংকর হয়ে উঠছে ডেঙ্গির পরিস্থিতি! কলকাতার (Kolkata) বিভিন্ন প্রান্তে একাধিক মানুষ আক্রান্ত হয়ে চলেছেন, প্রাণ গিয়েছে অনেকের। আর এর মাঝে এবার এই রোগে আক্রান্ত হলেন হুগলির (Hooghly) আরামবাগের (Arambag) তৃণমূল (Trinamool Congress) সাংসদ অপরূপা পোদ্দারের (Aparupa Poddar) আড়াই বছরের মেয়ে এবং স্বামী। ইতিমধ্যেই তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে কলকাতায় ডেঙ্গির থাবা ক্রমাগত জাঁকিয়ে বসতে শুরু করেছে। ইতিমধ্যেই হাজার হাজার মানুষ আক্রান্ত হয়েছেন মশা বাহিত এই রোগের। প্রাণ গিয়েছে অনেকের। এক্ষেত্রে কলকাতা পুরসভার গাফিলতিকে তুলে ধরে আক্রমণ শানিয়ে চলেছে বিরোধী দলগুলি। আর এর মাঝে এবার তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী এবং মেয়ের ডেঙ্গি আক্রান্ত হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সর্বত্র।
অপরূপা পোদ্দারের স্বামী সাকির আলি রিষড়া পুরসভার তৃণমূল কাউন্সিলর। সম্প্রতি তারা হায়দ্রাবাদে বেড়াতে গিয়েছিলেন। তবে ফেরার সময় অসুস্থতা বোধ করায় রক্ত পরীক্ষা করা হয় এবং তাতেই দেখা যায়, তৃণমূল সাংসদের স্বামী এবং মেয়ে ডেঙ্গি আক্রান্ত। এক্ষেত্রে অপরূপাদেবীর রিপোর্ট নেগেটিভ আসলেও তাঁর শরীরেও একাধিক সমস্যা দেখা দিয়েছে বলে খবর।
সম্প্রতি, ডেঙ্গি আক্রান্ত হয়ে প্রাণ গিয়েছে বেলেঘাটা আইডি হাসপাতালে সহকারী সুপার অনির্বাণ হাজরার। এছাড়াও আরো বহু মানুষের প্রাণ যাওয়াকে কেন্দ্র করে ইতিমধ্যে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে সকলেই। যদিও কলকাতা পুরসভার তরফ থেকে সকলকে আশ্বস্ত করার পাশাপাশি যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেই জানানো হয়েছে।
দুদিন পূর্বে ডেঙ্গির বাড়বাড়ন্ত প্রসঙ্গে ফিরহাদ হাকিমকে তুলোধুনো করে বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, “আমরা শহর জুড়ে ডেঙ্গি অভিযান করে চলেছি। সেই প্রসঙ্গে উনি বলছেন, সিপিএম আন্দোলন করছে বলে আমরাও নাকি করছি। আসলে উনি হলেন ডেঙ্গি মিনিস্টার। যেদিন থেকে মেয়রের পদে বসেছেন, তবে থেকে ক্রমাগত অসুখ বেড়ে চলেছে। খালি বিবৃতি দিয়ে উনি ভাবেন, দায়িত্ব শেষ করে দেবেন। বর্তমানে করোনার থেকেও ভয়ংকর পরিস্থিতি হয়ে উঠেছে ডেঙ্গি।” যদিও এক্ষেত্রে ডেঙ্গি ইস্যুতে শহরবাসীকে আশ্বস্ত করেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।