বাংলা হান্ট নিউজ ডেস্ক: অসম্ভবকে সম্ভব করে দেখাল নেদারল্যান্ডস। আজ সুপার টুয়েলভ পর্যায়ে নিজেদের শেষ ম্যাচ খেলতে নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা। নক আউট পর্যায়ের টিকিট নিশ্চিত করতে গেলে আজকের ম্যাচে যে কোন ব্যবধানে ডাচদের হারাতেই হতো তাদের। কিন্তু তেমনটা হলো না। উল্টে পটিয়া বাহিনীকে এত রানের ব্যবধানে হারিয়ে অঘটন ঘটালো অ্যাকেরম্যানরা।
আজ টসে জিতেছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভূমা। টসে জেতার পর প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন তারা। কিন্তু নেদারল্যান্ডস ব্যাটিং লাইন আপের চার টপ অর্ডার ব্যাটারের ওপর ভর করে ১৫৮ রানের টার্গেট সেট করেছিল ডাচরা। মেইবার্গ (৩৭), ও’ডাউদ (২৯), কুপার (৩৫) এবং অ্যাকেরম্যান (৪১) অসাধারণ ব্যাটিং করেন।
শেষ ২ ওভারে ৩১ রান তোলে ডাচরা। কেশব মহারাজ (২/২৭) ও অনরিখ নোকিয়া (১/১০) বাদে বাকি দক্ষিণ আফ্রিকান বোলাররা রান আটকাতে ব্যর্থ হন। এরপর রান তাড়া করতে নেমে পাওয়ার প্লে তে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় প্রোটিয়া শিবির।
দক্ষিণ আফ্রিকান ব্যাটাররা আজ প্রত্যেকেই সেট হয়েও বড় রান করতে ব্যর্থ হন। দলের হয়ে সর্বোচ্চ ২৫ রান করেন রিলি রসৌ। অসাধারণ বোলিং করেন ক্লাসেন, গ্লোভর, ব্যাস দে লিডরা। নির্ধারিত ২০ ওভারে ১৪৫ রানের বেশি তুলতে পারেনি দক্ষিণ আফ্রিকা। এখন তারা আফসোস করতেই পারেন জিম্বাবুয়ের বিরুদ্ধে ম্যাচ নিয়ে যেখানে তারা জয়ের অত্যন্ত কাছাকাছি পৌঁছে গিয়েও বৃষ্টির কারণে পয়েন্ট ভাগাভাগি করতে বাধ্য হয়েছিল।
এর ফলে জিম্বাবুয়ের বিরুদ্ধে ম্যাচে নামার আগেই সেমিফাইনালে টিকিট পেয়ে গেল ভারত। বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ হয়ে দাঁড়ালো কোয়ার্টার ফাইনালের মত। যে দল এই ম্যাচ জিতবে তারাই যোগ্যতা অর্জন করবে সেমিফাইনালের।