SLST চাকরিপ্রার্থীদের বিক্ষোভে রণক্ষেত্র সল্টলেক! পুলিশের সঙ্গে সংঘর্ষ, আটক শতাধিক

বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ সংক্রান্ত দুর্নীতি ইস্যুতে তোলপাড় বঙ্গ রাজনীতি। একদিকে যখন সিবিআই এবং ইডির মতো তদন্তকারী সংস্থাগুলির হাতে গ্রেফতার একাধিক তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) নেতা মন্ত্রী এবং শিক্ষা আধিকারিকরা, আবার অপরদিকে বঞ্চিত চাকরিপ্রার্থীদের বিক্ষোভ প্রদর্শনের কারণে ইতিমধ্যে সরগরম হয়ে উঠেছে শহর কলকাতা। সেই ধারা বজায় রেখে এদিন এসএলএসটি (SLST) চাকরি প্রার্থীদের বিক্ষোভের জেরে ফের একবার ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হল সল্টলেকে (Saltlake)।

সাম্প্রতিক সময়ে নিয়োগ সংক্রান্ত একের পর এক মামলায় তোলপাড় পড়ে গিয়েছে গোটা বাংলা জুড়ে। দুর্নীতির একাধিক অভিযোগ সামনে উঠে আসতে বিক্ষোভ প্রদর্শন বৃহত্তর রূপ নিয়েছে। কলকাতার বিভিন্ন প্রান্তে প্রতিবাদ দেখিয়ে চলেছে বঞ্চিত চাকরি প্রার্থীরা।

উল্লেখ্য, এদিন সল্টলেক চত্বরে পুলিশ বনাম এসএলএসটি চাকরিপ্রার্থীদের বিক্ষোভের কারণে উত্তাল হয়ে ওঠে গোটা এলাকা। এক্ষেত্রে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তির একাধিক ছবিও ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে। সূত্রের খবর, এদিন নিয়োগের নতুন বিজ্ঞপ্তি জারি করার দাবি তুলে স্কুল সার্ভিস কমিশন চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে আসে SLST চাকরি প্রার্থীরা।

এক্ষেত্রে বঞ্চিত চাকরিপ্রার্থীদের একটাই উদ্দেশ্য, দ্রুত নিয়োগের ব্যবস্থা করা হোক আর তার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা প্রয়োজন। তবে অভিযোগ, এদিন সেক্টর ফাইভ মেট্রো স্টেশন থেকে বার হওয়ার মুহূর্তে চাকরিপ্রার্থীদের আটকে দেয় পুলিশ। সেই সময় দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তির পরিস্থিতির সৃষ্টি হয় এবং পরবর্তীতে শতাধিক চাকরিপ্রার্থীকে আটক করে প্রশাসন।

প্রসঙ্গত, কয়েকদিন পূর্বে সল্টলেকের এপিসি ভবনের নিকট আন্দোলন বিক্ষোভে বসে টেট চাকরিপ্রার্থীরা। পরবর্তীতে আমরণ অনশনের পাশাপাশি বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি পর্যন্ত দেওয়া হয়, যা ঘিরে মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে গোটা বাংলা। পরবর্তীতে অবশ্য তাদেরকে এক প্রকার জোড় করে সেখান থেকে তুলে দেয় পুলিশ। আর এদিন এসএলএসটি চাকরিপ্রার্থীদের বিক্ষোভের জেরে ফের একবার উত্তপ্ত হয়ে উঠল সল্টলেক চত্বর।

TET protest police action 2

আবার অপরদিকে নার্সিং-এ নিয়োগের দুর্নীতি নিয়েও এদিন বিক্ষোভ প্রদর্শনে সামিল হয় জিএনএম নার্সিং স্টুডেন্টরা। এক্ষেত্রে নার্সিংয়ে নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে, এই অভিযোগ তুলে স্বাস্থ্য ভবনের নিকট প্রতিবাদ জানায় অসংখ্য পড়ুয়ারা। তবে পরবর্তীতে তাদেরকে আটক করে বিধাননগর থানার পুলিশ।

Sayan Das

সম্পর্কিত খবর