বাংলা হান্ট নিউজ ডেস্ক: আবার দেখা গেল সেই পরিচিত স্টান্স, পরিচিত ভঙ্গিতে অফ স্ট্যাম্পের বাইরের বলগুলিকে কভার দিয়ে বাউন্ডারিতে পাঠানো, সেই চির পরিচিত নীল জার্সি এবং তাতে লেখা জার্সি নম্বর ৯৯। এই ছবি একবার দেখলে আপনিও স্মৃতিমেদুর হয়ে পড়তে বাধ্য।
সেই একই বেপরোয়া মেজাজ এবং বাপি বাড়ি যা স্টাইল। একসময় এই মেজাজেই অস্ট্রেলিয়া, পাকিস্তান, ইংল্যান্ড জিম্বাবুয়ে দক্ষিণ আফ্রিকার স্পিনারদেরকে গ্যালারিতে ফেলতেন মহারাজ। ফের একবার ক্যামেরার সামনে দশ বছর আগের পরিচিতরূপে দেখা গেল সৌরভকে। একই রকম শতরান করে বা দলকে ম্যাচ জিতিয়ে উল্লাসের ভঙ্গি দেখে অনেকেরই মনে প্রশ্ন উঠতে পারে আবার সৌরভের এই অবতার দেখা যাওয়ার কারণ কি?
আসল ব্যাপারটা হলো সম্প্রতি একটি বিজ্ঞাপনের শুটিং সারছেন প্রাক্তন বিসিসিআই সভাপতি। সেই সুত্রই ইডেন গার্ডেন সে নিজের পুরনো অবয়বে অবতীর্ণ হয়েছিলেন সৌরভ। সৌরভকে নিজের নস্ট্যালজিক পুরনো অবয়বে ফিরিয়ে নিজেদের প্রচার সারবে বন্ধন ব্যাংক।
এই উদ্দেশ্যে আজকে ইডেনে লর্ডসের ব্যালকনিও কৃত্রিমভাবে নির্মাণ করা হয়েছিল। সেই ব্যালকনিতে দাঁড়িয়ে সেই সিগনেচার জার্সি ঘোরানোর দৃশ্যের ও পুনঃঅবতারণা করেন সৌরভ। তুলনা করে দেখতে গেলে হয়তো অনেক পার্থক্য চোখে পড়বে। কারণ সেই ঐতিহাসিক ম্যাচের পর কুড়ি বছর কেটে গিয়েছে। তবে আবেগটা রয়েছে একই রকম।
এই দিন নিজের শুটিংয়ের পাশাপাশি প্রাক্তন বিশ্বজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার কাফু, যিনি এইমুহূর্তে কলকাতায় রয়েছে তার সঙ্গেও দেখা করেছেন সৌরভ। সৌরভের সঙ্গে সাক্ষাৎ করানোর উদ্দেশ্যে কাফুকে ইডেনে নিয়ে আসা হয়েছিল। দুজনের মধ্যে দীর্ঘক্ষন বার্তালাপ চলতে দেখা যায়।