বাংলা হান্ট ডেস্ক: বর্তমানে Jio এবং Airtel এই দুই টেলিকম সংস্থা দেশে 5G পরিষেবা (5G Service) চালু করেছে। যদিও, দেশের প্ৰতিটি ব্যবহারকারীর কাছে এই পরিষেবা পৌঁছে দিতে এখনও কিছুটা সময় লাগবে। এমতাবস্থায়, 5G পরিষেবা নিয়ে গ্রাহকদের মধ্যে একাধিক বিভ্রান্তি দেখা গিয়েছে। পাশাপাশি, সোশ্যাল মিডিয়া মারফত আসা বিভিন্ন ধরণের তথ্য একাধিক জল্পনারও উদ্রেক করেছে।
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এই তথ্য ঘুরে বেড়াচ্ছে যে, 5G নেটওয়ার্কের জন্য গ্রাহকদের একটি নতুন 5G সিম নিতে হবে। আবার কিছুজন জানিয়েছেন যে পুরোনো সিম থেকেই 5G পরিষেবা পাওয়া যাবে। অর্থাৎ, নতুন সিম নেওয়ার কোনো প্রয়োজন নেই। এমতাবস্থায়, কোনটা যে আসল সত্য সেই বিষয়ে স্পষ্ট ধারণা পাচ্ছেন না অনেকেই। যার ফলে তৈরি হচ্ছে বিভ্রান্তির।
এই বিভ্রান্তি দূর করেছে Reliance Jio: ইতিমধ্যেই Jio এই সমস্যা মেটাতে এগিয়ে এসেছে। পাশাপাশি, সংস্থাটি তার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে টুইট করে এই সম্পর্কে বিস্তারিত তথ্যও উপস্থাপিত করেছে। Jio টুইট করে জানিয়েছে যে, “আপনার Jio সিম 5G সম্পূর্ণ রেডি। আপনার মা, বাবা এবং বন্ধুদের সবার কাছে Jio সিম 5G রেডি আছে। প্রতিটি Jio সিম ট্রু 5G রেডি। আপনাদের স্বাগত জানাই”।
সামগ্রিকভাবে, এই টুইটের মাধ্যমে Jio স্পষ্ট করে দিয়েছে যে Jio-র 5G পরিষেবার জন্য গ্রাহকদের কোনো নতুন সিম নেওয়ার প্রয়োজন নেই। অর্থাৎ, তাঁরা তাঁদের পুরোনো সিম দিয়েই ফোনে দ্রুত গতির 5G পরিষেবা পাবেন।
Jio True 5G পরিষেবা কোথায় চালু হয়েছে: ইতিমধ্যেই Reliance Jio দিল্লি, মুম্বাই, কলকাতা এবং বারাণসীতে তাদের JioTrue5G পরিষেবা চালু করেছে। এছাড়াও রাজস্থানের নাথদ্বারায় Wi-Fi ভিত্তিক 5G চালু করা হয়েছে। মূলত, কোম্পানি একটি ওয়েলকাম অফারের অধীনে ব্যবহারকারীদের 5G পরিষেবা উপলব্ধ করছে। এতে, ব্যবহারকারীদের Jio 5G পরিষেবা ব্যবহার করার জন্য একটি ইনভাইটেশন পাঠানো হয়।