বাংলাহান্ট ডেস্ক : বিহারের রাজনীতিবিদ লালুপ্রসাদ যাদব বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন। এবার তাঁর মেয়ে রোহিণী আচার্য তাঁর প্রাণ রক্ষা করতে এগিয়ে এলেন। খুব শীঘ্রই তাঁর মেয়ে রোহিণী আচার্য তাকে একটি কিডনি দান করবেন বলেও জানা গিয়েছে। আরজিডির নেতা লালুর এই মাসে একটি কিডনি ট্রান্সপ্লান্টের অপারেশন হতে চলেছে।
জানা গিয়েছে, রোহিণী আচার্য লালু যাদবের দ্বিতীয় কন্যা। তিনি বর্তমানে সিঙ্গাপুরে থাকেন। লালুপ্রসাদের অপারেশন প্রসঙ্গে তিনি বলেন যে, বাবাকে একটি কিডনি দিতে পারছেন বলে তিনি সত্যিই খুব ভাগ্যবতী। রোহিনী আরোও বলেন যে, ৭৪ বছর বয়সী লালুপ্রসাদ গত মাসে সিঙ্গাপুর থেকে ফিরে আসেন। যেখানে তিনি চিকিৎসার জন্য গিয়েছিলেন।
প্রসঙ্গত উল্লেখ্য, এই অভিজ্ঞ এবং কর্মদক্ষ রাজনীতিবিদ বিহারে ৩ বার মুখ্যমন্ত্রীত্ব করেছেন। লালু প্রসাদ বর্তমানে দিল্লীতে জামিন পাওয়া অবস্থায় আছেন। পশুখাদ্য কেলেঙ্কারির মামলায় তাঁর নাম জড়িত থাকায় তাঁর জেল হয়েছিল। শারীরিক অসুস্থতার জন্য চিকিৎসার জন্য দিল্লি ও রাঁচিতে একাধিকবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।
তিনি সম্প্রতি একাধিক স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন। কদিন আগে তাঁকে চিকিৎসকরা একটি কিডনি ট্রান্সপ্লান্ট বা প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছিলেন। এরপরেই সংবাদ মাধ্যম পিটিআই থেকে জানানো হয় যে, রোহিণী তাঁর বাবাকে জীবনের এক নতুন দিশা দেখানোর জন্য এই বিশাল পদক্ষেপটি গ্রহণ করেন। রোহিণী গত মাসে তাঁর বাবার ছবির সাথে একটি টুইট শেয়ার করেছিলেন। সেই টুইটে তিনি বলেন যে, এই দেশে এখনো তাঁর বাবা অর্থাৎ লালুপ্রসাদের প্রয়োজন আছে।