বাংলাহান্ট ডেস্ক: জল্পনা চলছিল অনেকদিন ধরেই। নায়ক নায়িকা এড়িয়ে গেলেও দর্শকদের কানে খবর ওঠার থেকে আটকানো যায়নি। শেষমেষ আশঙ্কা সত্যি করে শেষ হয়ে যাচ্ছে জি বাংলার সিরিয়াল ‘লালকুঠি’ (Laalkuthi)। মাত্র ছয় মাস চলতে না চলতেই শেষ করে দেওয়া হচ্ছে সিরিয়ালটি। শেষ দিনের শুটিংও হয়ে গিয়েছে ইতিমধ্যেই।
হঠাৎ করেই নতুন সিরিয়াল আনার এবং আগের সিরিয়াল শেষ করার হিড়িক উঠেছে বিভিন্ন চ্যানেলগুলিতে। যে সিরিয়ালগুলি শেষ করে দেওয়া হচ্ছে সেগুলি বিশেষ পুরনোও নয়। ‘লালকুঠি’ শুরু হয়েছে মোটে ৬ মাস হল। প্রথম দিকে টিআরপি উঠলেও বেশিদিন জনপ্রিয়তা ধরে রাখতে পারেনি লালকুঠি।
বেশ অনেকদিনই হয়ে গেল সেরা দশের টিআরপি তালিকার ধারেকাছেও আসতে পারে না বিক্রম অনামিকার জুটি। তবুও রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এবং রুক্মা রায়ের জুটি কিছুটা হলেও জনপ্রিয়তা ধরে রেখেছিল। কিন্তু কম টিআরপি বেশিদিন টিকতে দিল না সিরিয়ালটিকে।
নতুন সিরিয়াল ‘সোহাগ জল’ এর টাইম স্লট ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। রাত নটার স্লটে ফেলা হয়েছে সিরিয়ালটিকে। ওই সময়ে এখন সম্প্রচারিত হয় ‘এই পথ যদি না শেষ হয়’। সম্ভবত ঊর্মি টুকাই জুটিকে আবারো বদলাতে হবে স্লট। রাত সাড়ে নটায় পাঠানো হতে পারে এই পথ কে।
অন্যদিকে লালকুঠির রহস্য দ্রুত গুটিয়ে আনা হচ্ছে। অনামিকাই যে জিনি সেটা বিক্রম আগেই জেনে গিয়েছিল। এবার দুজনের মিলনও হয়ে গিয়েছে। তারা জানতে পেরেছে আসলে বিক্রমের বাবা মা-ই জিনির মা বাবাকে খুন করেছিল। সম্ভবত তাদের শাস্তি দিয়েই শেষ হবে সিরিয়াল। শেষ পর্বের শুটিংয়ের ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। মন খারাপ রাহুল রুক্মা ভক্তদের।
লালকুঠির কম টিআরপি পাওয়া এবং শেষ হয়ে যাওয়া নিয়ে মুখ খুলেছিলেন বিক্রম ওরফে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ও। তিনি বলেছিলেন, সিরিয়াল কতটা হিট হয়েছে না হয়েছে সেটা বলতে না পারলেও রাহুল রুকমার জুটি যে সুপারহিট সেটা জোর দিয়ে বলেছিলেন অভিনেতা।