বাংলাহান্ট ডেস্ক: শনিবার দুপুরে খবরটা এসে পৌঁছাতেই চাঞ্চল্য ছড়ায় বিভিন্ন মহলে। মুম্বই বিমানবন্দরে ফের আটক শাহরুখ খান (Shahrukh Khan)। বিদেশ থেকে বেআইনি ভাবে বহুমূল্য জিনিস লুকিয়ে নিয়ে আসার সময় বিমানবন্দরে ধরা পড়েন তিনি। তারপর কয়েক লক্ষ টাকা জরিমানার বিনিময়ে ছাড়া পান কিং খান।
কিন্তু রবিবারেই জানা গেল অন্য রকম কাহিনি। শাহরুখকে নাকি আদৌ কোনো জরিমানা দিতেই হয়নি। যে ঘটনা নিয়ে এত গুঞ্জন রটেছে তার সবটা আদৌ সত্যি নয়। শুল্ক দফতরের এক সিনিয়র অফিসার জানিয়েছেন, শাহরুখ এবং তাঁর টিমকে কোনো জরিমানা দিতে হয়নি।
ঠিক কী ঘটেছে ঘটনাটি? সৌদি আরবের শারজা তে একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন শাহরুখ। শনিবারই মুম্বই ফেরেন তিনি। বিমানবন্দরে পৌঁছাতেই নিরাপত্তারক্ষীরা আটকায় তাঁকে। এয়ার ইনটেলিজেন্স ইউনিট সূত্রে খবর, প্রায় ১৮ লাখ টাকা দামের একাধিক রিস্ট ওয়াচ সঙ্গে নিয়ে যাচ্ছিলেন শাহরুখ। এগুলো সবই আরব আমিরশাহী থেকে তিনি কিনেছেন বলে খবর।
ঘড়িগুলি লুকিয়েই নিয়ে আসছিলেন তিনি। কিন্তু ফাঁকি দিতে পারেননি নিরাপত্তা ব্যবস্থাকে। তৎক্ষণাৎ তাঁকে আটক করে ৬.৮৩ লাখ টাকা জরিমানা নেওয়া হয় বলে জানা গিয়েছিল। কিন্তু শুল্ক দফতরের এএক সিনিয়র অফিসার নাম গোপন রাখার শর্তে সংবাদ মাধ্যমকে জানান, শাহরুখ যে জিনিসগুলি নিয়ে আসছিলেন সেগুলোর শুল্ক মেটানোর কথা বলা হয়েছিল। কোনো রকম জরিমানা তাঁদের দিতে হয়নি যেমনটা সংবাদ মাধ্যমে দাবি করা হচ্ছে।
ব্যক্তিগত চার্টার্ড বিমানে সফর করছিলেন শাহরুখ এবং তাঁর টিম। ওই অফিসার জানান, শনিবার বেলা সাড়ে বারোটা নাগাদ মুম্বইয়ের কালিনা বিমানবন্দরে এসে পৌঁছায় তাঁদের বিমান। উল্লেখ্য এটি একটি ব্যক্তিগত বিমান ওঠানামার বন্দর। তাই এখানে আন্তর্জাতিক বন্দর এর মতো সমস্ত সুযোগ সুবিধা নেই বলেই জানান শুল্ক দফতরের অফিসার।
তাঁর দাবি অনুযায়ী, শাহরুখের গোটা টিমের কাছে প্রায় ৬-৭ টা ব্যাগ ছিল। চেকিংয়ের সময়েই দেখা যায় একাধিক বহুমূল্য রিস্ট ওয়াচের কেস রয়েছে তার মধ্যে। উপরন্তু একটি ঘড়ির কোনো বিলও ছিল না শাহরুখদের কাছে। তাঁরা দাবি করেছিলেন, ওগুলো সবই উপহারে পাওয়া।
এরপরেই শাহরুখের ব্যক্তিগত দেহরক্ষী রবি সিংকে আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে আসা হয় এবং সেখানে তিনি ৬.৮৮ লাখ টাকার শুল্ক মিটিয়ে দেন। ওই অফিসার বলেন, বিষয়টা নিয়ে যতটা হাঙ্গামা করা হচ্ছে তেমন কিছুই ঘটেনি আর কোনো জরিমানাও দিতে হয়নি কিং খানকে।