রোহিত প্রকৃত অধিনায়ক নন, বিস্ফোরক দাবি প্রাক্তন ভারতীয় পেসারের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ২০২২ জুড়ে ভারতীয় দল প্রশংসাজনক টি-টোয়েন্টি ক্রিকেট খেলেছে। দেশের মাটি এবং বিদেশের মাটিতেও টি-টোয়েন্টি ফরম্যাটের দ্বিপাক্ষিক সিরিজ জিতেছে রোহিত শর্মার দল। কিন্তু দুটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দল হতাশ করেছে সমর্থকদের। এর থেকে একটা বিষয় পরিষ্কার, সেটা হল ভারতীয় দল বড় টুর্নামেন্টের চাপ সহ্য করতে পারছে না।

এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কা এবং পাকিস্তানের কাছে হেরে ফাইনালে পৌঁছানো হয়নি ভারতীয় দলের। আর টি-টোয়েন্টি বিশ্বকাপের ক্ষেত্রে সেমিফাইনালে ইংল্যান্ড এর কাছে লজ্জাজনক ভাবে হেরে বিদায় নিতে হয়েছে রোহিত শর্মাদের। এরপর থেকেই ভারতীয় দলের টি-টোয়েন্টি ক্রিকেটের প্রতি মনোভাব নিয়ে প্রশ্ন উঠে গেছে।

এমন অবস্থায় রোহিত শর্মার নেতৃত্বের গুণ নিয়ে সন্দেহ প্রকাশ করে ফেলেছেন প্রাক্তন ভারতীয় পেসার অতুল ওয়াসান। তার মতে রোহিত শর্মার এখন যা বয়স তাতে আর তার টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার কোনো মানে নেই। পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপ দু’বছর পরে। তার আগে ভারতীয় দলের নতুন অধিনায়কের খোঁজ করা উচিত বলে মনে করেন এই প্রাক্তন ভারতীয় পেসার।

কারা পরবর্তীতে রোহিত শর্মার জায়গায় ভারতীয় দলের অধিনায়ক হতে পারেন সেই নিয়েও মত প্রকাশ করেছেন প্রাক্তন ভারতীয় পেসার? তিনি মনে করেন হার্দিক পান্ডিয়া বা রিশভ পন্থই হয়তো ভারতীয় দলের ভবিষ্যতের টি-টোয়েন্টি অধিনায়ক হতে চলেছেন। তবে টিম ম্যানেজমেন্ট তাদের দুজনকে নিয়ে কি ভাবে সেটাও একটা চিন্তার বিষয়।

সেই সঙ্গে রোহিত শর্মাকে একা দোষী না বানিয়ে ভারতীয় টিম ম্যানেজমেন্টকেও দায় নেওয়ার কথা বলেছেন অতুল। তার মতে রোহিত শর্মা একজন বলিষ্ঠ নেতা নন যিনি সমস্ত সিদ্ধান্ত একা একাই নেবেন। এই ব্যর্থতার পেছনে দায় অনেকেরই রয়েছে।


Reetabrata Deb

সম্পর্কিত খবর