শিশুকে পিষে দিল তৃণমূল সাংসদের গাড়ি! পাল্টা মৃতর ঘাড়েই দোষ চাপালেন নেতা! তুলকালাম মুর্শিদাবাদ

বাংলা হান্ট ডেস্কঃ মুর্শিদাবাদে (Murshidabad) ভয়ঙ্কর পথ দুর্ঘটনা! গাড়ির ধাক্কায় অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়ল চার বছর বয়সী এক শিশু। তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) সাংসদ আবু তাহের খানের (Abu Taher Khan) গাড়ির ধাক্কায় গুরুতর জখম হয় ওই শিশু। পরবর্তীতে দীর্ঘ চিকিৎসা চললেও শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি তাঁকে। এই ঘটনায় ইতিমধ্যে ক্ষোভে ফেটে পড়েছে মৃতের পরিবার। আবার অপরদিকে, পাল্টা যুক্তি দিয়েছেন তৃণমূল সাংসদ।

সূত্রের খবর, নওদা থেকে বহরমপুরের দিকে রওনা দিয়েছিলেন আবু তাহের খান। পরবর্তীতে পিঁপড়ে খালি এলাকায় তৃণমূল কংগ্রেস সাংসদের গাড়ির মুখোমুখি চলে আসে হাসিম সরকার নামে চার বছর বয়সী এক শিশু। পরবর্তীতে গাড়ির ধাক্কায় সেখানে লুটিয়ে পড়ে সে এবং এক্ষেত্রে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়ে শিশুটি।

হাসপাতাল সূত্রে খবর, গাড়ির ধাক্কা লাগার কারণে মাথায় গভীর চোট পায় শিশুটি এবং এক্ষেত্রে দীর্ঘ কয়েক ঘন্টা ধরে চিকিৎসা চললেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি হাসিম সরকারকে। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে মৃতের পরিবারসহ এলাকাবাসীরা।

সূত্র মারফতে জানা যাচ্ছে, এদিন মায়ের সঙ্গে স্থানীয় একটি ব্যাংকে গিয়েছিল শিশুটি। তবে আচমকাই দৌড়াতে দৌড়াতে তৃণমূল সাংসদদের গাড়ির সামনে চলে আসে সে। ফলে গাড়ির ধাক্কায় মুহুর্তের মধ্যেই মাটিতে লুটিয়ে পড়ে এবং শেষ পর্যন্ত ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ যায় শিশুটির।

f424d 165334 accident

এদিন আহত শিশুটিকে নিজের গাড়িতেই হাসপাতালে নিয়ে যান তৃণমূল সাংসদ। এক্ষেত্রে মৃতের পাশে থাকার পাশাপাশি সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। যদিও পরবর্তীতে আবু তাহের খান পাল্টা যুক্তি দিয়ে বলেন, “গাড়ি চালকের কিছুই করার ছিল না। শিশুটি আচমকাই গাড়ির সামনে চলে আসে।” যদিও তৃণমূল সাংসদের বিরুদ্ধে ইতিমধ্যে সরব হয়েছে কংগ্রেস এবং বিজেপির মতো বিরোধী দলগুলি।

Sayan Das

সম্পর্কিত খবর