মসজিদের মতো দেখতে, গুঁড়িয়ে দেব! BJP সাংসদের হুঁশিয়ারির পর বাসস্ট্যান্ড ভেঙে ফেলার নির্দেশ

বাংলাহান্ট ডেস্ক : অনুষ্ঠানের মাঝেই অসুস্থ হয়ে পড়লেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়ী (Nitin Gadkari)। একাধিক অনুষ্ঠানে যোগ দিতে রাজ্যে এসেছেন কেন্দ্রীয় মন্ত্রী। শুক্রবার সকালে শিলিগুড়ির একটি অনুষ্ঠানে গিয়ে মঞ্চে প্রদীর জ্বালান তিনি। এরপর আচমকা অসুস্থ হয়ে পড়েন বলে বিজেপি (BJP) সূত্রে খবর। কোনও ক্রমে তাঁকে ধরে সরিয়ে নিয়ে যাওয়া হয়। ইতিমধ্যেই তাঁকে দেখতে পৌঁছেছেন চিকিৎসক। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, রক্তে আচমকা সুগারের মাত্রা নেমে যাওয়ায় অসুস্থ হয়ে পড়েছেন তিনি।

এই প্রথম নয়। এর আগেও দু ‘বার অনুষ্ঠানে গিয়ে অচৈতন্য হয়ে পড়েন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়ী।(Nitin Gadkari) অনুষ্ঠান চলাকালীন মঞ্চেই অসুস্থ হয়ে পড়েছিলেন মন্ত্রী। ২০১৮ সালে ডিসেম্বরে মহারাষ্ট্রের কৃষি বিশ্ববিদ্যালয়ে সমাবর্তও অনুষ্ঠান চলাকালীন অসুস্থ হয়ে পড়েন নিতিন গডকড়ী (Nitin Gadkari)। সেবারও জাতীয় সঙ্গীত বেজে ওঠার সঙ্গে সঙ্গে জ্ঞান হারান কেন্দ্রীয় মন্ত্রী।

এর পর ২০১৯ সালে একটি অনুষ্ঠানে গিয়ে ফের অসুস্থ হয়ে পড়েন কেন্দ্রীয়মন্ত্রী নিতিন গডকড়ী (Nitin Gadkari)। অসুস্থ বোধ করায় জাতীয় সঙ্গীতের সময়ও দাঁড়িয়ে থাকতে পারেননি তিনি। শারীরিক কারণেই সেই সময় বসেছিলেন তিনি। বৃহস্পতিবার মহারাষ্ট্রের পুণ্যশ্লোক অহল্যাদেবী সোলাপুর বিশ্ববিদ্যালয়ে (Punyashlok Ahilyadevi Holkar Solapur University) এক অনুষ্ঠান ছিল। কেন্দ্রীয় সড়ক মন্ত্রী সেখানেই সম্মানীয় অতিথি হিসাবে নিমন্ত্রিত ছিলেন। অনুষ্ঠান চলাকালীন মঞ্চেই শারীরিক অস্বস্তিবোধ করতে থাকেন কেন্দ্রীয় মন্ত্রী গডকড়ী। ধীরে ধীরে তার মাত্রা বেড়ে যায়। শারীরিক অসুস্থতার কারণে তাঁকে জোর করে বসানো হয়।

এদিন অনুষ্ঠানে মঞ্চে জাতীয় সঙ্গীতের সময় দাঁড়িয়েছিলেন বাষট্টি বছর বয়সী কেন্দ্রীয় মন্ত্রী। কিন্তু তারপরই অচৈতন্য হয়ে পড়েন তিনি। ভিডিও ফুটেজে জ্ঞান হারিয়ে বাঁ দিকে হেলে পড়তে দেখা যায় মন্ত্রীকে। অবশ্য নিরাপত্তারক্ষীদের সহযোগীতায় বিপদের হাত থেকে রক্ষা পান গড়কড়ি। তাঁকে বসানো হয় চেয়ারে।

মন্ত্রীর সহযোগী সংবাদ সংস্থা সূত্রে খবর, সোলাপুরের মেডিক্যাল অফিসার কেন্দ্রীয় সড়ক যোগযোগ মন্ত্রীকে চিকিৎসা করা হয়। গরম ও আ্যান্টিবায়োটিকের কারণে মন্ত্রী অসুস্থ হয়ে পড়েছিলেন। তবে চিকিৎসক জানিয়েছেন বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। রক্তচাপ ও রক্তে শর্করার পরিমাণও স্বাভাবিক। গলার সংমক্রমণ কমাতে কড়া ডোজের আ্যান্টিবায়োটিকের কারণেই এই অবস্থা হয়েছে বলে মনে করছেন চিকিৎসক। এরপর পুণেতে মন্ত্রীর আরেকটি অনুষ্ঠানে যাওয়ার কথা। সেখানে মন্ত্রীর যেতে কোনও বাধা নেই বলে জানিয়েছেন চিকিৎসক। দাবি নিতিন গডকড়ীর সহযোগীর।

Sudipto

সম্পর্কিত খবর