বাংলাহান্ট ডেস্ক: ঐন্দ্রিলা শর্মার (Aindrila Sharma) সুস্থতার জন্য প্রার্থনা করছে গোটা বাংলা। কোমা থেকে বেরিয়ে সুস্থ হয়ে উঠুন তিনি। ঠিক আগের দুবারের মতো এবারেও ফিনিক্স পাখির মতোই খাদের মুখ থেকে ফিরে আসুন, এই কামনাই করছেন সকলে। এর মাঝেই মিলল দু দুটো ভাল খবর। অভিনেত্রীর চিকিৎসার দায়িত্ব নিচ্ছেন অরিজিৎ সিং (Arijit Singh)।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, ঐন্দ্রিলার পাশে দাঁড়িয়েছেন বলিউড গায়ক। গত ১৭ দিন ধরে হাসপাতালে শয্যাশায়ী অভিনেত্রী। গত ১ লা নভেম্বর হঠাৎ করেই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন তিনি। দ্রুত তাঁকে হাওড়ার আন্দুলের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
ভর্তি করানোর পরেই মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয় ঐন্দ্রিলার। ভেন্টিলেশনে রাখা হয়েছিল তাঁকে। মাঝে তাঁর শারীরিক পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় ভেন্টিলেশন থেকে বের করা হয়েছিল ঐন্দ্রিলাকে। কিন্তু বাদ সাধে হৃদরোগ। মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে যায় তাঁর। উদ্বেগ বাড়িয়ে ‘মিরাক্যল’ এর কামনা করেন সঙ্গী সব্যসাচী চৌধুরীও।
শুক্রবার সকালে জানা গিয়েছিল, ঐন্দ্রিলার গ্লাসগো কোমা স্কেলের মাত্রা ১৫ র মধ্যে প্রায় ৩, যা যথেষ্ট সঙ্কটজনক। তবে সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী, ঐন্দ্রিলার শারীরিক পরিস্থিতি এখনো সঙ্কটজনক হলেও গত দুদিনের তুলনায় কিছুটা উন্নতি হয়েছে। তাই আশার আলো দেখছেন চিকিৎসকরা।
ঐন্দ্রিলা এখন যে হাসপাতালে রয়েছেন ওই হাসপাতালেই তিনি নিয়মিত চিকিৎসা করাতেন। তাই হাসপাতালের ম্যানেজমেন্ট খরচ খরচার দিকটা দেখছে বলে জানিয়েছেন ওখানকার এক চিকিৎসক। তবে তিনি এও জানান, বিষয়টা শুধু ঐন্দ্রিলার ক্ষেত্রেই নয়, হাসপাতালের অন্যান্য রোগীদের জন্যও প্রযোজ্য। ঐন্দ্রিলার হাসপাতাল বিলের ব্যাপারে তিনি কিছু না বললেও জানা গিয়েছে, প্রায় ১০ লাখ টাকা হয়ে গিয়েছে এতদিনে।
অরিজিৎ সিং নাকি ঐন্দ্রিলার পাশে দাঁড়িয়েছেন বলে খবর। সংবাদ মাধ্যম সূত্রে খবর, গায়ক নাকি অভিনেত্রীর এই চিকিৎসার টাকাটা মেটানোর ইচ্ছা প্রকাশ করেছেন। পাশাপাশি ভবিষ্যতেও চিকিৎসা ক্ষেত্রে যা খরচ হবে তা তিনি দেবেন বলে ইচ্ছা প্রকাশ করেছেন।