বাংলাহান্ট ডেস্ক: মিরাক্যল হয়েও শেষরক্ষা হল না। এত দিনের লড়াই শেষ করে হার মানলেন ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)। দীর্ঘ দু সপ্তাহেরও বেশি সময় হাসপাতালে কাটানোর পর রবিবার শেষ নিংশ্বাস ত্যাগ করলেন তিনি। তাঁর মৃত্যুর খবরে শোকস্তব্ধ গোটা বাংলা। শোকবার্তা দেওয়ারও যেন শক্তি নেই কারোর।
গত ১ লা নভেম্বর বাড়িতেই অসুস্থ হয়ে পড়েন ঐন্দ্রিলা। মস্তিষ্কে স্ট্রোক হয় তাঁর। দ্রুত হাওড়ার আন্দুলের হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয় ঐন্দ্রিলার। ভেন্টিলেশনে রাখা হয়েছিল তাঁকে। এ বিষয়ে সব্যসাচী প্রথম ভুয়ো খবরের বিরুদ্ধে মুখ খুলেছিলেন।
মাঝে ঐন্দ্রিলা সম্পর্কে ভুয়ো খবরও ছড়িয়ে পড়েছিল নেটমাধ্যমে। রটে গিয়েছিল, তিনি আর নেই। বাধ্য হয়ে সোশ্যাল মিডিয়ায় সবাইকে ভুয়ো খবর সম্পর্কে সচেতন করেছিলেন সব্যসাচী। কিন্তু সম্প্রতি তিনি নিজেই সমস্ত পোস্ট মুছে ফেলেন, যা চিন্তা বাড়ায় ঐন্দ্রিলার ভক্তদের।
শনিবার সন্ধ্যায় খবর এসেছিল, মাইল্ড কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে ঐন্দ্রিলার। কিন্তু অবস্থা স্থিতিশীলই ছিল তাঁর। এরপর রাতে নাকি পরপর ১০ বার কার্ডিয়াক অ্যারেস্ট হয় অভিনেত্রীর। সিপিআর দেওয়া হয় ঐন্দ্রিলাকে। ভেন্টিলেশনে রাখা হয়েছিল তাঁকে। তবে তাঁর পরিস্থিতি অত্যন্ত সঙ্কটজনক বলেই জানা গিয়েছিল হাসপাতাল সূত্রে।
কিন্তু শেষরক্ষা হল না। রবিবার বেলা গড়াতেই এল খারাপ খবরটা। প্রয়াত ঐন্দ্রিলা শর্মা। দু দু বার ক্যানসারকে হারানোর পরও এই লড়াইয়ে হেরে গেলেন তিনি। মিরাক্যল ঘটিয়েও ফিরতে পারলেন না ঐন্দ্রিলা। কিন্তু তিনি চলে গেলেও চিরদিন সবার মনেই থেকে যাবেন।