বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে মোটা বেতনের ভালো চাকরি (Job) পেতে কড়া প্রতিযোগিতার সম্মুখীন হতে হয় সবাইকে। এমনকি, দিন দিন ক্রমশ বেড়েই চলেছে এই প্রতিযোগিতার বিষয়টি। তবে, বর্তমান প্ৰতিবেদনে আজ আমরা এমন একজন ব্যক্তির প্রসঙ্গ আপনাদের সামনে উপস্থাপিত করব যিনি প্রথমবার বাবা হওয়ার আনন্দে নবজাতকের সঙ্গে সময় কাটানোর সুখ থেকে বঞ্চিত থাকতে চান নি। শুধু তাই নয়, সেই কারণে অবললীলায় ভালো বেতনের লোভনীয় চাকরি থেকেও ইস্তফা দিয়েছেন তিনি।
হ্যাঁ, বিষয়টি জেনে অবাক হয়ে গেলেও এবার ঠিক এই ঘটনাই ঘটিয়েছেন খড়গপুর IIT-র (IIT Kharagpur) স্নাতক অঙ্কিত যোশী। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, সদ্যোজাত কন্যার সঙ্গে প্রতিটি মুহূর্ত নিজের মত করে কাটাতে চেয়েছিলেন উত্তরাখণ্ডের দেরাদুনের বাসিন্দা অঙ্কিত। তাই, একটি সংস্থার ভাইস প্রেসিডেন্ট পদের চাকরি ছাড়তেও দু’বার ভাবেন নি তিনি।
এই প্রসঙ্গে অঙ্কিত সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন যে, কয়েক মাস আগেই তিনি একটি বেসরকারি সংস্থায় সিনিয়ার ভাইস প্রেসিডেন্ট পদে যোগ দিয়েছিলেন। পাশাপাশি, ওই চাকরির কারণে প্রায়শই একাধিক জায়গায় যেতে হত তাঁকে। এমতাবস্থায়, তাঁর স্ত্রী আকাঙ্ক্ষার সন্তান প্রসবের সময় এগিয়ে আসতে থাকে। সেই সময়ে অঙ্কিত উপলব্ধি করেন যে, চাকরি করলে তিনি সন্তানের কাছে সবসময় থাকতে পারবেন না। যার ফলে সন্তান-সুখ থেকে বঞ্চিত হতেন তিনি। আর এই ভাবনার জেরেই চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেন অঙ্কিত। পাশাপাশি, তাঁর স্ত্রীও এই সিদ্ধান্তকে সমর্থন জানান।
এদিকে, মাতৃত্বকালীন ছুটির পাশাপাশি পিতৃত্বকালীন ছুটিও যে কম গুরুত্বপূর্ণ নয় তা মনে করেন অঙ্কিত। এই প্রসঙ্গে তিনি জানান, “একজন সন্তানের সঙ্গে তার বাবার টানও কম নয়। যদিও, অভিভাবকত্ব ছুটি মাত্র এক সপ্তাহের জন্য পাওয়া যায়। সেখানে বাবার ভূমিকাকে খাটো করে দেখা হয়। স্পীতি (তাঁর মেয়ে) জন্মানোর পর আমি একটা লম্বা ছুটি চেয়েছিলাম। কিন্তু আমি জানতাম ওই কোম্পানি থেকে আমি লম্বা ছুটি পাব না। তাই আমি পিতৃত্বকে গুরুত্ব দিয়ে ওই চাকরি থেকেই ইস্তফা দিই।”
এদিকে, ইতিমধ্যে স্পীতির বয়স একমাস সম্পূর্ণ হয়েছে বলেও জানা গিয়েছে। এমতাবস্থায়, নতুন চাকরির সন্ধান করছেন অঙ্কিত। পাশাপাশি, গত একমাস তাঁর জীবনের অন্যতম সময় কেটেছে বলেও জানিয়েছেন তিনি। ইতিমধ্যেই অঙ্কিতের এই সাহসী পদক্ষেপ ও সিদ্ধান্তের কথা সোশ্যাল মিডিয়ার দৌলতে প্রকাশ্যে এসেছে। যা জানার পর তাঁর এহেন সিদ্ধান্তের ভূয়সী প্রশংসা করেছেন নেটিজেনরা। উল্লেখ্য যে, অঙ্কিত এবং আকাঙ্ক্ষা হিমাচল প্রদেশের জনপ্রিয় ট্যুরিস্ট স্পট স্পীতির নামানুসারে তাঁদের মেয়ের নাম “স্পীতি” রেখেছেন বলে জানা গিয়েছে।