পঞ্চায়েত ভোটে মিঠুন ম্যাজিক, মহাগুরুকে ঢাল বানিয়ে প্রচারে নামছে বিজেপি

বাংলাহান্ট ডেস্ক: আসন্ন পঞ্চায়েত ভোট নিয়ে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে রাজ্যে। শাসক শিবির দলের অন্তর্দ্বন্ধ মেটানোয় নজর দিয়েছে। অন্যদিকে তৃণমূলকে ধরাশায়ী করতে তারকা ম্যাজিকের উপরে ভরসা রাখছে বিজেপি (Bhartiya Janata Party)। পঞ্চায়েত ভোটে ছাপ ফেলতে গেরুয়া শিবিরের তুরুপের তাস হতে চলেছেন ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)।

পঞ্চায়েত ভোটের নির্ঘন্ট আনুষ্ঠানিক ভাবে ঘোষনা করা না হলেও প্রস্তুতিতে পিছিয়ে থাকতে রাজি নয় কোনো দলই। ভোট প্রচারে বিজেপির তরফে প্রধান মুখ হিসাবে উঠে আসছেন মিঠুন। মহা তারকাকে সামনে রেখেই প্রচার শুরু করছে পদ্ম শিবির। আগামী কয়েকদিন বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পূর্ব পশ্চিম বর্ধমানে ঘুরে ঘুরে সভা করবেন মিঠুন। সঙ্গে থাকছেন সুকান্ত মজুমদারও।

Mithun bjp 1
দলীয় সূত্রে খবর, আগামী ২৩ নভেম্বর পুরুলিয়ায় যাচ্ছেন মিঠুন এবং সুকান্ত। পঞ্চায়েতের নেতাদের সঙ্গে বৈঠক, আলোচনায় বসবেন তাঁরা। তার পরের দিন ২৪ নভেম্বরই বাঁকুড়া পৌঁছাবেন মিঠুনরা। সেখানে সভা আছে বিজেপির। তার পরের তিন দিনও ঠাসা কর্মসূচী রয়েছে দুজনের। ২৫ নভেম্বর বিষ্ণুপুরে সভা রয়েছে বিজেপির। তার পরের দু দিন ২৬ নভেম্বর এবং ২৭ নভেম্বর আসানসোল এবং বোলপুরে থাকবেন মিঠুন এবং সুকান্ত।

জানা যাচ্ছে, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশেই পঞ্চায়েত ভোটের আগে দলের সাংগঠনিক কাজে ভিড়তে চলেছেন মিঠুন। এর আগে বিধানসভা নির্বাচনের আগেও বিজেপির হয়ে একের পর এক সভা করেছিলেন মহাগুরু। লোকও টেনেছিলেন তেমনি। পরবর্তীকালেও রাজ্যে এসে দলের সভা সমিতিতে দেখা গিয়েছিল তাঁকে।

উল্লেখ্য, রাজ্য বিজেপির কোর কমিটিতে নাম রয়েছে মিঠুনের। বাংলায় মহাগুরুর জনপ্রিয়তার কথা অজানা নয় কেন্দ্রীয় নেতৃত্বের। সেই জনপ্রিয়তাকেই কাজে লাগাতে চাইছে দল। বিধানসভা ভোটে অবশ্য খুব একটা সফল হয়নি বিজেপি। পঞ্চায়েত ভোটে মিঠুন ম্যাজিক চলে কিনা সেটাই দেখার অপেক্ষা।


Niranjana Nag

সম্পর্কিত খবর