সংসারে নুন আনতে পান্তা ফুরায়, এক হাত অকেজো, মুগ্ধ করবে ‘রফি কণ্ঠী’ মুকারিমের গান

বাংলাহান্ট ডেস্ক: ভুবন বাদ্যকর (Bhuban Badyakar) নামটা এখন প্রতি ঘরে ঘরে পরিচিত। সোশ্যাল মিডিয়ার দৌলতে গোটা বাংলা তো বটেই, গোটা দেশ এমনকি বিদেশেও ছড়িয়ে পড়েছে তাঁর নাম। সোশ্যাল মিডিয়ায় এমন প্রতিভা বড় কম নেই। কিন্তু সবসময় সব প্রতিভা যে যোগ্য সম্মান পায় এমনটা কিন্তু নয়। এমনি এক প্রতিভার খোঁজ মিলল মুর্শিদাবাদে। সেখানকার ‘রফি কণ্ঠী’ মুকারিম শেখের (Mukarim Sheikh) গানের ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

মুর্শিদাবাদের সাগরদিঘী এলাকার ভোলা গ্রামের বাসিন্দা মুকারিম শেখ। একটি হাত তাঁর অকেজো। সংসারে সুস্পষ্ট দারিদ্রের ছাপ। কিন্তু ঈশ্বর তাঁকে একটি দিক দিয়ে ধনী করেছেন। সেটা হল তাঁর কণ্ঠ। বিশেষ ভাবে সক্ষম মানুষটার গান শুনলে মনে পড়তেই পারে মহম্মদ রফির কথা।

IMG 20221121 193718
বাড়িতে কোনো বাদ্যযন্ত্র নেই। একটি গামলা বাজিয়েই একের পর এক রফির গান গেয়ে চলেন মুকারিম শেখ। রফি কণ্ঠী গায়ক কম নেই। বাসে, ট্রেনে রফি কণ্ঠী কিশোর কণ্ঠী অনেক গায়কের গানই শোনা যায়। কিন্তু মুকারিম শেখ নিজের বাড়ির উঠোনে বসে গান ধরেন। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাঁর গানের ভিডিও শেয়ার হতেই ভাইরাল হয়ে গিয়েছে।

শারীরিক ভাবে প্রতিবন্ধী মুকারিম শেখের আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ। সংসার কার্যত অচল অবস্থায় দাঁড়িয়ে। দুই ছেলে আর এক মেয়ে রয়েছে তাঁর। কিন্তু ভাগ্যের এমনি পরিহাস যে সন্তানরা থেকেও নেই। তিন ছেলে মেয়ের একজনও বাবাকে দেখে না।

সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হওয়ায় প্রশংসার জোয়ারে ভাসছেন মুকারিম শেখ। তাঁর কণ্ঠে রফির গান শুনে মুগ্ধ নেটনাগরিকরা। তবে তাঁর আর্থিক অবস্থার কথা জানার পর অনেকেই চাইছেন, ভাইরাল হওয়ার সুবিধাটা যেন তিনি পান। ভুবন বাদ্যকর যেমন জনপ্রিয় হয়ে নিজের ভোল সম্পূর্ণ বদলে ফেলেছেন, সেই সুযোগটা যেন মুকারিমও পান, এমনটাই চান নেটিজেনরা।


Niranjana Nag

সম্পর্কিত খবর