নাম বদলে প্রেমের জালে ফাঁসিয়ে বিয়ে, বন্ধু-পরিবারের সদস্যকে দিয়ে ধর্ষণ! ভালোবাসার মূল্য চোকালেন হিন্দু তরুণী

বাংলাহান্ট ডেস্ক : আবারও লাভ জিহাদের (Love Jihad) ছায়া দেশে। এবার ঘটনা উত্তরপ্রদেশের (UP) বুলন্দশহরের। এক মহিলা অভিযোগ করেন বিগত ৮ বছর ধরে তিনি লাভ জিহাদের শিকার। তিনি জানানা, এক মুসলিম যুবক নিজের নাম বদলে তাঁর সঙ্গে বন্ধুত্ব করেন। তারপর তাঁর অশ্লীল ভিডিও বানিয়ে তাঁকে ব্ল্যাকমেল করে। ভিডিও ভাইরাল করার হুমকি দিয়ে তাঁর উপর অত্যাচার চালায়। নেশার দ্রব্য খাইয়ে প্রথমে তাঁর ধর্ম পরিবর্তন করা হয়। তারপর তাঁকে বিয়েও করে ওই ব্যক্তি। এরপর ওই যুবকের পরিবার এবং তার বন্ধুরা তাঁর উপর অত্যাচার চালায়।

অত্যাচার সীমা ছাড়ালে এসএসপি-র দফতরে পৌঁছে ওই মহিলা অভিযোগ দায়ের করেন। তিনি জানা, আজ থেকে প্রায় ৮ বছর আগে এক যুবকের সঙ্গে তাঁর পরিচয় হয়। ওই যুবক নগর এলাকায় থাকত। পরিচয়ের সময় ওই যুবক নিজেকে শিবম বলে পরিচয় দেয়। ২০১৬ সালের ২১ জানুয়ারি তাঁকে ভুল বুঝিয়ে গাজিয়াবাদ নিয়ে আসে। গাজিয়েবাদে তাঁকে নেশা জাতীয় দ্রব্য খাওয়ানো হয়। যুবতী বেহুঁশ হয়ে পড়লে তাঁর ধর্ম পরিবর্তন করা হয়। তারপর তাঁকে বিয়ে করে ওই যুবক।

বিয়ের পর যুবতী বুঝতে পারেন ওই যুবক মুসলিম সম্প্রদায়ের। এই ঘটনার প্রতিবাদ জানালে তাঁর অশ্লীল ভিডিও ভাইরাল করার হুমকি দেয়। ভয়ে চুপ করে যান তিনি। বাধ্য হয়ে ওই যুবকের সঙ্গে নয়ডায় বসবাস করতে শুরু করেন। কিছুদিন পরে ওই ব্যক্তি যুবতীকে বুলন্দশহরে তাদের বাড়িতে নিয়ে যায়। সেখানে তার পরিবারের লোকজনও তাঁর উপর অত্যাচার করা শুরু করে।

ওই মহিলা আরও অভিযোগ করেন, ওই যুবকের ভাই এবং পরিবারের বাকি লোকেরাও তাকে ধর্ষণ করে। ১৪ জানুয়ারি ২০২০ সালে কোনও ভাবে পালিয়ে নিজের বাড়িতে পৌঁছে যান। এরপর ওই যুবক এবং তার পরিবার তাঁকে জোর করে নিয়ে গিয়ে আটকে রাখে। শুধু ওই যুবকের পরিবার নয়, তার বন্ধুরাও দিনের পর দিন তাঁকে ধর্ষণ করে। ওই যুবতি পুলিসকে জানায় যুবকের পরিবার লাভ জিহাদের সঙ্গে জড়িত। এর বিনিময়ে তারা মোটা টাকাও পেত। এসএসপি অলোক কুমার জানান ঘটনার তদন্ত করবে পুলিস। অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হবে।

Sudipto

সম্পর্কিত খবর