ডিসেম্বরেই মুখোমুখি শাহ – মমতা! রাজ্যে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী, নবান্নে হতে পারে বৈঠক, জল্পনা রাজ্য জুড়ে

বাংলাহান্ট ডেস্ক : মুখোমুখি যুযুধান দুই পক্ষ। চলতি ডিসেম্বর মাসেই মুখোমুখি হতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও অমিত শাহ (Amit Shah)। বিশেষ সূত্রে জানা যাচ্ছে, আগামী ১৭ ডিসেম্বর কলকাতায় আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আর তখনই নবান্নে বৈঠক হতে পারে অমিত-মমতার। গত ৫ নভেম্বর পূর্বাঞ্চলীয় পরিষদের বৈঠক হওয়ার কথা ছিল পশ্চিমবঙ্গে। সেই সময়েই শাহের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকও হতে পারত। কিন্তু আপাতত সেই বৈঠক স্থগিত হয়ে যায়।

জানা যাচ্ছে, সেই পূর্বাঞ্চলীয় পরিষদের বৈঠক করতেই কলকাতায় আসতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী। মুখ্যমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক হতে পারে রাজ্য সরকারের ঠিক করে দেওয়া কোনও এক জায়গায়। সে ক্ষেত্রে নবান্নের পাশে থাকা সভাগৃহেই এই বৈঠক হতে পারে বলে খবর। সেই বৈঠকে যোগ দিতে পারেন পূর্বাঞ্চলীয় রাজ্যের বেশ কয়েকজন মুখ্যমন্ত্রীও। তবে সবকিছুই নির্ভর করছে স্বরাষ্ট্র মন্ত্রকের ওপর। শাহের ব্যস্ত কর্মসূচি নির্ধারণ করে এখনই রাজ্য প্রশাসনকে চূড়ান্ত সবুজ সংকেত জানায়নি তারা। তাই রাজ্য প্রশাসনের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর সফর নিয়ে কিছুই জানানো হয়নি।

এর আগে ৫ নভেম্বর ইস্টার্ন জোনাল কাউন্সিলের (Eastern Zonal Council) নিরাপত্তা পরিষদের বৈঠক হওয়ার কথা ছিল। সেই বৈঠকে যোগ দিতেই কলকাতা আসার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কিন্ত শেষ মুহূর্তে তা বাতিল হয়ে যায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে সেবার জানানো হয়, অমিত শাহের (Amit Shah) কিছু জরুরি কাজ পড়ে যাওয়ায় তিনি নিরাপত্তা বিষয়ক বৈঠকে উপস্থিত থাকতে পারবেন না। ফলে আপাতত স্থগিত রাখা হচ্ছে এই বৈঠক। সেই বাতিল হওয়া বৈঠকেরই নয়া দিন স্থির হয়েছে আগামী ১৭ ডিসেম্বর।

রাজ্য বিজেপি তরফ থেকে অমিত শাহর সফর প্রসঙ্গে কিছু জানে না বলেই দাবি করা হয়েছে। তবে বঙ্গ বিজেপি জানিয়েছে বাংলায় এলে প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি, দলকেও কিছুটা সময় দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী।

Sudipto

সম্পর্কিত খবর