বাংলা হান্ট ডেস্কঃ সপ্তাহ শুরুতেই বঙ্গে দেখা দিয়েছে শীতের হিমেল স্পর্শ। আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই জাঁকিয়ে পড়ছে শীত। তবে, শীতের মেজাজ চূর্ণ করতে চোখ রাঙিয়ে ধেয়ে আসছে নিম্নচাপ।
অনুমান, আগামী কয়েকঘণ্টার মধ্যেই তার জেরে তাণ্ডব চালাতে শুরু করবে সাইক্লোন(Cyclone)। বুধবার সন্ধ্যায়ই শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে মনদৌস ( Mandous)। জানা গিয়েছে, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ ইতিমধ্যেই শক্তি বৃদ্ধি করে ফেলেছে। প্রায় ছয় ঘণ্টা ধরে ১২ কিলোমিটার বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মনদৌস।
আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ৯ ডিসেম্বর অর্থাৎ শুক্রবার পর্যন্ত বঙ্গোপসাগরের উপকূলবর্তী এলাকাগুলিতে এই ঘূর্ণিঝড়ের প্রভাব বহাল থাকবে। তারপর ধীরে ধীরে সেটি শক্তি হারাবে। ১০ তারিখের পর থেকে শক্তি হারিয়ে ঘূর্ণিঝড় থেকে নিম্নচাপে পরিণত হবে।
বঙ্গে ঠিক কতটা প্রভাব ফেলবে মনদৌস? পশ্চিমবঙ্গ আবহাওয়া দফতর সূত্রে খবর, এই ঘূর্ণিঝড়ের তেমন কোনও প্রভাব পড়বে না বাংলায়। রাজ্যে এখন দুর্যোগের কোনও সম্ভাবনা নেই। শুষ্ক থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া। মোটের উপর মনদৌসের জেরে এ রাজ্যে ঝড়-বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। ফলে কার্যত স্বস্তিতে বঙ্গের শীতপ্রেমী লোকজন।
তবে কোন কোন রাজ্য নাজেহাল হবে নিম্নচাপের জেরে? মনদৌসের জেরে কায়েম হবে দক্ষিণ ভারত। দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হয়েছে নিম্নচাপ আর সেটাই বুধবার সন্ধ্যার মধ্যেই তা সাইক্লোনে পরিণত হবে জানা যাচ্ছে। IMD জানাচ্ছে, আন্দামান সাগর এবং তার পার্শ্ববর্তী এলাকায় এই ঘূর্ণিঝড় ব্যাপক প্রভাব ফেলবে। পাশাপাশি, তামিলনাডু এবং পুদুচেরি সংলগ্ন এলাকায় মনদৌসের বেশ প্রভাব পড়বে।
IMD তরফে এখনও এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল নিয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। আবহাওয়া দফতর সূত্রে খবর, এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ৮ এবং ৯ ডিসেম্বর তামিলনাডু এবং পুদুচেরিতে ভারী বৃষ্টিপাত হতে পারে।