ক্রিকেট খেলতে খেলতেই মৃত্যু! প্রিয় খেলা খেলতে গিয়ে প্রাণ হারাল দশম শ্রেণির ছাত্র

বাংলা হান্ট নিউজ ডেস্ক: মারাত্মক খবর এলো কানপুর থেকে। বুধবার বিলহাউরের ত্রিবেণী গঞ্জ এলাকার বিআইসি মাঠে ক্রিকেট খেলেছিল উঁচু শ্রেণীর ছাত্ররা। সেই ক্রিকেট খেলার সময় দশম শ্রেণির এক ছাত্র মাঠেই আচমকা অজ্ঞান হয়ে যান। মাঠের মধ্যেই লুটিয়ে পড়ে সেই ছাত্র। এরপর তাকে তার দ্রুত হাসপাতালে ভর্তি করেন।

সেখানে প্রাথমিক পরীক্ষার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। কোনও অসুস্থতা ছাড়াই এমন মৃত্যু মেনে নিতে পারছে না ছাত্রটির পরিবার। তার এই রহস্যজনক মৃত্যুতে পরিবারের সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। অন্যদিকে তাকে পরীক্ষা করা চিকিৎসক দিলীপ সিং জানান যে প্রাথমিকভাবে মনে হয়েছে হৃদরোগে আক্রান্ত হয়েই ওই ছাত্রের মৃত্যু ঘটেছে। জানা গিয়েছে ওই বালকটির নাম অনুজ পান্ডে।

তার বাবা অমিত পান্ডে বলরাম নগর ত্রিবেণী গঞ্জের পিডব্লিউডি সামগ্রী স্টলের কাছে স্ত্রী সঙ্গীতা এবং দুই ছেলে অনুজ এবং হর্ষিতকে নিয়ে থাকতেন। অমিত পান্ডে জানান, বিদ্যালয়ের হাফ ইয়ারলি পরীক্ষা চলছে। বুধবার ছুটির দিন হওয়ায় কোচিং থেকে ফিরে বাড়ির পাশের বিআইসি মাঠে বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলতে গিয়েছিল তার ছেলে।

বেশ স্বাভাবিক ছন্দেই ব্যাটিং করছিলো অনুজ। কিন্তু আচমকাই শট নেওয়ার পর রান নিতে গিয়ে তিনি অজ্ঞান হয়ে পড়েন এবং পিচের মাঝখানে লুটিয়ে পড়েন। তার বন্ধুরাও সেই দৃশ্য দেখে ভয় পেয়ে যায়।

ওখানে উপস্থিত ছিল তার খুড়তুতো ভাই অভিষেক পান্ডেও। সে জানায় যে বন্ধুরা জল ছিটিয়ে অনুজের জ্ঞান ফিরিয়ে আনার চেষ্টা করেছিল, কিন্তু তাতে কোনও লাভ হয়নি। এরপর তাকে পরিবারের সদস্যদের খবর দেয় তারা। অভিষেক জানান, অনুজ স্কুলে পড়াশোনায় খুব ভালো ছিল এবং এর আগে তার কোনও রোগও দেখা যায়নি।


Reetabrata Deb

সম্পর্কিত খবর