নাম উঠেছে ভুয়োদের তালিকায়, এবার সেই অযোগ্য শিক্ষিকাকে নিয়ে মুখ খুলল স্কুলের পড়ুয়ারা

বাংলাহান্ট ডেস্ক : পড়ুয়াদের কাছে তিনি পরিচিত ছিলেন রিঙ্কু ম্যাডাম নামে। রাজাপুর ভাতশালা ধীরেন্দ্রনাথ বিদ্যাপীঠের ইতিহাসের শিক্ষিকা ছিলেন তিনি। কিন্তু তাঁর নাম এখন মনে আসলেই সকলেরই ঠোঁটের কোণায় ঝিলিক মারছে হাসি। কারণ তারা মনে করেন যে এই ম্যাডাম জানতেন না কিছুই। ইতিহাস সম্বন্ধিত কোন প্রশ্নের সঠিক উত্তর তিনি দিতে পারতেন না।

সম্প্রতি যে অযোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করা হয়েছিল তাতেই নাম ছিল এই রিঙ্কু ম্যাডামের। তাই পূর্ব অভিজ্ঞতা থেকে স্বাভাবিকভাবে এই তালিকা দেখে অবাক হননি স্কুলের পড়ুয়ারা। এই তালিকা প্রকাশ হওয়ার পর স্কুলে আসাও বন্ধ করে দিয়েছেন রিঙ্কু ম্যাডাম। তবে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা কল্পনাই করতে পারছেন না যে রিঙ্কু ম্যাডাম একজন ‘অযোগ্য’ শিক্ষিকা। স্কুলের শিক্ষকদের বক্তব্য, এই ঘটনা অবাক করে দিয়েছে সবাইকে।

কলকাতা হাইকোর্টের নির্দেশে স্কুল সার্ভিস কমিশন কিছুদিন আগে নবম-দশম এ সুপারিশপত্র পাওয়া অবৈধ ১৮৩ জন শিক্ষকের নামের তালিকা জমা দেয় হাইকোর্টে। বর্ধমানের জামালপুর থানার বাণী নিকেতন রঙ্কিনী মহল্লা বিদ্যালয়ের ইতিহাসের শিক্ষক শেখ ইনসান আলীর নাম ছিল সেই তালিকায়। খবর এই তালিকা প্রকাশ্যে আসার পর আত্মগোপন করেছেন এই শিক্ষক। এরই মধ্যে রাজ্যের স্কুল সার্ভিস কমিশন মঙ্গলবার ফের নবম- দশমের আরও অযোগ্য ৪০ জন শিক্ষক- শিক্ষিকার নামের তালিকা প্রকাশ করেছে।

সেই তালিকায় পাঁচ নম্বরে নাম রয়েছে পূর্বস্থলীর রাজাপুর ভাতশালা ধীরেন্দ্রনাথ বিদ্যাপীঠের ইতিহাসের শিক্ষিকা রিঙ্কুর। রিঙ্কুদেবী এই বিদ্যালয়ে শিক্ষকতা করছিলেন ২০১৯ সাল থেকে। বিদ্যালয় সূত্রের খবর, পূর্বস্থলীর পারুলিয়ার বাসিন্দা রিঙ্কু অযোগ্য শিক্ষকদের দ্বিতীয় তালিকা প্রকাশ হওয়ার পর থেকে আর স্কুলে যাননি। সুইচ অফ রয়েছে তাঁর ফোন। এমনকি তার বাড়িতে ডাকাডাকি করলেও মেলেনি সাড়া।

এই ঘটনার পর স্কুলের এক ছাত্র জানিয়েছেন, ইতিহাস ক্লাস নিতেন রিঙ্কু ম্যাডাম। কিন্তু ইতিহাসের বিষয় কোনও প্রশ্ন করলে সঙ্গে সঙ্গে তার উত্তর দিতে পারতেন না তিনি। তাঁর ওপর পড়ুয়ারা সন্তুষ্ট ছিলেন না। এই বিষয়টি নিয়ে কোন রকম মন্তব্য করতে চাননি বিদ্যালয়ের প্রধান শিক্ষক সজল নন্দী। তিনি শুধু জানান বিষয়টি জেনে খুব খারাপ লেগেছে তাঁর।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর