বাংলাহান্ট ডেস্ক : গোটা দেশ জুড়ে একের পর এক জোর করে ধর্মান্তর (Force Conversation) করার ঘটনা সামনে আসছে। এবং অধিকাংশ ক্ষেত্রেই এই নির্মম অত্যাচারের শিকার হচ্ছে কেবল হিন্দু নারীরা। আবারও এমন একটি ঘটনা ঘটল উত্তরপ্রদেশের (UP) ফতেপুর এলাকায়। অভিযোগ, এক হিন্দু মেয়েকে জোর করে তুলে নিয়ে গিয়ে প্রথমে তাঁর ধর্ম পরিবর্তন ও পরে তাঁকে বিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। ঘটনাস্থলে তরুণীর মা পৌঁছলে হুলুস্থুলুস কান্ড বেঁধে যায়।
জানা যাচ্ছে, উত্তরপ্রদেশের ফতেপুর এলাকায় এক হিন্দু তরুণীকে ধর্মান্তর করা হয়। এরপর তাঁকে জোর বিয়ে দেওয়া চেষ্টা করা হয়। এই ঘটনার কথা কোনও ভাবে পৌঁছে যায় ওই তরুণীর মায়ের কানে। সঙ্গে সঙ্গে তিনি হন। তখন তাঁর সঙ্গেই ঝামেলা লাগে ওই মুসলিম পরিবারে। ঘটনা গড়ায় হাতাহাতি পর্যন্ত। এমনকি ওই মহিলার শাড়ি ছিঁড়ে দেওয়ারও চেষ্টা করা হয়। এরপরই ঘটনা স্থানে পৌঁছায় স্থানীয় পুলিস। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। এক মৌলবি সহ আরও দুই মুসলিম যুবককে গ্রেফতার করা হয়।
পরে ওই তরুণী এবং তাঁর মায়ের অভিযোগের উপর ভিত্তি করে এক মৌলবি সহ আরও ১০ জনকে গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিস। পুলিস সূত্রে খবর অভিযুক্তদের বিরুদ্ধে অপহরণ, জোর করে ধর্মান্তর, মারপিট, শ্লীলতাহানি, খুনের হুমকি সহ আরও একাধিক মামলায় অভিযোগ দায়ের করা হয়। জানা যাচ্ছে, ধারা ১৪৭, ৩২৩, ৫০৬ ৩৬৬, ৩৫৪ প্রভৃতিতে অভিযোগ দায়ের করা হয়েছে।
সারা দেশ জুড়ে ধর্মান্তকরণের একাধিক নতুন ঘটনা সামনে আসছে। লোকসভার শীতকালীন অধিবেশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একাধিকবার ধর্মান্তর বিরোধী বিল আনার প্রস্তাব রেখেছেন। শুধু মোদি নন, একাধিক হিন্দুত্ববাদী সংগঠনও সোচ্চার হয়েছে ধর্মান্তর বিরোধী বিল পাশের পক্ষে। এখন দেখার কবে কেন্দ্রীয় সরকার এই বিল লোকসভায় পাশ করে।