‘আবার দেখা হবে’, সিদ্ধার্থের জন্মবার্ষিকীতে আবেগঘন বার্তা দিলেন শেহনাজ

বাংলাহান্ট ডেস্ক: মানুষ চলে যায়, থেকে যায় তার স্মৃতি। এক বছর হয়ে গেল ইহজগৎ থেকে বিদায় নিয়েছেন সিদ্ধার্থ শুক্লা (Siddharth Shukla)। কিন্তু তাঁর অনুরাগী এবং সর্বোপরি শেহনাজ গিলের (Shehnaz Gill) মনে এখনো তাঁর সিংহাসনখানা অটুট রয়েছে। সেখানে নতুন কোনো দাবিদারকে আসতেই দেননি শেহনাজ। ১২ ডিসেম্বর সিদ্ধার্থের জন্মবার্ষিকীতে আবেগঘন একটি পোস্টার শেয়ার করে স্মৃতিচারণায় ডুবলেন তিনি।

২০২১ সালের সেপ্টেম্বর মাসে প্রয়াত হন সিদ্ধার্থ। আচমকা হৃদরোগ কেড়ে নেয় তরতাজা তরুণ অভিনেতাকে। লক্ষ লক্ষ অনুরগীদের কাঁদিয়ে বিদায় নেন সিদ্ধার্থ। শেহনাজ প্রথমে পাথরের মতো হয়ে গিয়েছিলেন। সিদ্ধার্থের শেষকৃত‍্যে তাঁর পাগলের মতো কাঁদার স্মৃতি আজো চোখ ভেজায় ‘সিডনাজ’ অনুরাগীদের।

Shehnaz Gill and Siddharth Shukla 3
বেঁচে থাকলে ৪২ এ পা দিতেন সিদ্ধার্থ। তাঁর জন্মবার্ষিকীতে একটি মন কেমন করা পোস্ট শেয়ার করলেন শেহনাজ। প্রয়াত অভিনেতার একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘তোমার সঙ্গে আবার দেখা হবে। ১২ ১২’। ছবিতে হাসিমুখে জ্বলজ্বল করছেন সিদ্ধার্থ।

সিদ্ধার্থের প্রথম মৃত‍্যুবার্ষিকীতে শেহনাজ কোনো পোস্ট করেননি। তাঁর  নীরবতা নিন্দুকদের ট্রোল করার সুযোগও করে দিয়েছিল। কিন্তু তাতেও কোনো প্রতিক্রিয়া দেননি অভিনেত্রী। সে সময়ে জানা গিয়েছিল, শুধু এই মৃত‍্যুবার্ষিকীতে নয়, সিদ্ধার্থের ব‍্যাপারে আর কোনোদিনই কোনো পোস্ট করবেন না তিনি। সিদ্ধার্থের মৃত‍্যুর পর একটিই মিউজিক ভিডিও শেয়ার করেছিলেন শেহনাজ‌। ওটাই ছিল প্রথম আর শেষ।

কিন্তু প্রিয় মানুষটার জন্মবার্ষিকীতে নিজেকে আটকে রাখতে পারলেন না শেহনাজ। সিদ্ধার্থের মৃত‍্যুর পর তাঁর নতুন সম্পর্কে জড়ানোর গুঞ্জন নিয়ে অনেক কথাই উঠেছিল। নিন্দার মুখেও পড়তে হয়েছিল অভিনেত্রীকে। কিন্তু কখনো কোনো উত্তর দেননি শেহনাজ।

https://www.instagram.com/p/CmCcDwPojGT/?igshid=YmMyMTA2M2Y=

অবশেষে দুবাইতে অনুষ্ঠিত ফিল্মফেয়ার মিডল ইস্ট অ্যাচিভার্স নাইট অ্যাওয়ার্ডসে নিজের পুরস্কারটি তিনি উৎসর্গ করেন সিদ্ধার্থকে। পুরস্কার হাতে নিয়ে শেহনাজ বলেন, এই পুরস্কারটা তিনি একজনকে উৎসর্গ করতে চান যার জন‍্য তিনি আজ এই জায়গায় এসে পৌঁছাতে পেরেছেন। তিনি সিদ্ধার্থ শুক্লা। এই পুরস্কারটা তিনি তাঁকেই উৎসর্গ করতে চান। প্রয়াত সিদ্ধার্থের উদ্দেশে তিনি বলেন, ‘তুই আমার আছিস আর আমারই থাকবি। ঠিক আছে?’


Niranjana Nag

সম্পর্কিত খবর