বাংলাহান্ট ডেস্ক : আইওসি (IOC) নিয়ে ভারতকে (India) এবার তোপ দেগে বসল পাকিস্তান (Pakistan)। ঘটনার সূত্রপাত দিন দুয়েক আগে। মুসলিম সংগঠনের মহাসচিব হুসাইন ব্রাহিম ত্বহা এসেছিলেন আজাদ কাশ্মীর সফরে। সেখানে দাঁড়িয়েই তিনি কিছু বিস্ফোরক মন্তব্য করেন। এই বক্তব্যকেই সমর্থন করেনি ভারত। ভারতের পক্ষ থেকে জানান হয় কাশ্মীর ভারতের ব্যক্তিগত সমস্যা। সেই বিষয় নিয়ে আইওসির মন্তব্য করার কোনও অধিকার নেই। ভরতের এই বিবৃতিতেই ফুঁসে ওঠে পাকিস্তান। ভারতকে সরাসরি নিশানা করা শুরু করে কাশ্মীর ইস্যুতে।
একসময় ভারতে পাকিস্তানের রাষ্ট্রদূত ছিলেন আব্দুল বাসিত। তিনি এদিন আইওসি এবং কাশ্মীর বিষয়ে ভারতে আক্রমণ করেন। বাসিত প্রশ্ন তোলেন, ‘কাশ্মীরা সমস্যা যদি ভারতের অভ্যন্তরীণ বিষয় হয়, তাহলে এই ইস্যু নিয়ে কেন ভারত ও পাকিস্তানের মধ্যে বিবাদ হয়?’ তিনি আরও বলেন, ‘কাশ্মীর ভারতের নিজস্ব বিষয় হলে কেন ইউএনএসসিকে কেন এই নাক গলাতে হয়? কেনই বা সিমলা সমঝোতা দরকার পড়েছিল?’ ভারতের পদক্ষেপ সবসময়ই অনৈতিক বলে দাবি করেন আব্দুল বাসিত।
প্রসঙ্গত, গত ১০ থেকে ১২ ডিসেম্বর তিন দিনের সফরে পাকিস্তানে আছেন হুসাইন ব্রাহিম ত্বহা। তার সফরের প্রতিক্রিয়ায় অরিন্দম বাগচি বলেন, ‘আমরা ওআইসি মহাসচিবের পাকিস্তান অধিকৃত কাশ্মির সফর এবং এই সফরকালে জম্মু ও কাশ্মির সম্পর্কে তার মন্তব্যের তীব্র নিন্দা করছি। আমি আবারও বলছি, জম্মু ও কাশ্মির সম্পর্কিত বিষয়ে হস্তক্ষেপের কোনও অধিকার ওআইসির নেই।’
হুসাইন ব্রাহিম ত্বহার আজাদ কাশ্মির সফরের প্রতিক্রিয়ায় অরিন্দম বাগচি বলেন, ‘ওআইসি এবং এর মহাসচিবের ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং হস্তক্ষেপের যে কোনও চেষ্টা কোনও ভাবেই গ্রহণ করা যায় না। তিনি বলেন, ওআইসি ইতিমধ্যেই এই বিষয়ে ‘সুস্পষ্টভাবে সাম্প্রদায়িক, পক্ষপাতদুষ্ট এবং বাস্তবিকভাবে ভুল পদ্ধতি’ গ্রহণ করে তার ‘বিশ্বাসযোগ্যতা’ হারিয়েছে।