বাংলা হান্ট নিউজ ডেস্ক: বিরাট কোহলি গত কয়েক মাসে টি-টোয়েন্টি ক্রিকেটে নিজের প্রথম শতরান পেয়েছেন, তিন বছরের খরা কাটিয়ে ওডিআই ফরম্যাটেও শতরান পেয়েছেন। কিন্তু টেস্ট ফর্ম এটা বিরাট কোহলি নিজের শেষ শতরানটি পেয়েছিলেন ২০১৯ সালের ডিসেম্বর মাসে এই বাংলাদেশের বিরুদ্ধেই কলকাতার মাটিতে।
এইমুহূর্তে বাংলাদেশের বিরুদ্ধেই তাদের ঘরের মাঠে টেস্ট ম্যাচ খেলছেন বিরাট কোহলি। বাংলাদেশের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতের কাছে। এই সিরিজের দুটো ম্যাচেই জিততে পারলে ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছানোর রাস্তা খোলা থাকবে এখনও।
কিন্তু প্রথমে ইনিংসে ব্যাট হাতে হতাশ করেছেন বিরাট কোহলি। শেষ কয়েক বছর তিনি স্কিনের সামনে রীতিমতো নাস্তানাবুদ হয়েছেন বেশ কয়েক ক্ষেত্রে। এখানেও তাইজুল ইসলামের বল ব্যাক ফুটে খেলতে গিয়ে এলবিডব্লিউ হয়ে মাত্র এক রান করে আউট হয়েছেন প্রথম ইনিংসে।
নিজের এইভাবে আউট হওয়ার হতাশা মেনে নিতে পারছেন না বিরাট। প্রথম ইনিংসে রিভিউ নিয়েও বাঁচতে পারেননি তিনি। তবে তাতে খুব একটা অসুবিধা হয়নি ভারতের। চেতেশ্বর পূজারা, শ্রেয়াস আইয়ার এবং রবি অশ্বিনের অর্ধশতরানের ওপর ভর করে ভারতীয় দল প্রথম ইনিংসে ৪০৪ রানের স্কোর খাড়া করেছে।
তাই কালকে ম্যাচ চলাকালীন চা পানের বিরতির সময় স্কোয়াডে থাকা স্পিনার সৌরভ কুমারকে সঙ্গে নিয়ে তিনি দীর্ঘক্ষণ নেটে অনুশীলন করেন। বাকিরা সেই সময় ড্রেসিংরুমে উপস্থিত ছিলেন কিন্তু বিরাট কোহলি বারবার ব্যর্থ হতে রাজি নন বলে তখনই অনুশীলনে নেমে পড়েছিলেন। দ্বিতীয় ইনিংসে মাত্র ৬২ রান তুলতে গিয়ে ৪ উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ। খুব তাড়াতাড়িই চলে আসবে বিরাট কোহলির সুযোগ।