মেসিদের মুখোমুখি হওয়ার আগে আশ্চর্যরকম শান্ত ফ্রেঞ্চ শিবির, মত মেসির প্রাক্তন সতীর্থের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ২০১৮ বিশ্বকাপে দুর্দান্ত সাফল্যের পর, ২০২১-এ আয়োজিত ইউরো কাপে মুখ থুবড়ে পড়েছিল ফ্রান্স। গ্রুপ অফ ডেথ থেকে কোনওক্রমে পরের পর্বের যোগ্যতা অর্জন করে ‘শেষ ১৬’-তে সুইজারল্যান্ডের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল বিশ্বচ্যাম্পিয়নদের। এরপর চলতি বিশ্বকাপে মাঠে নামার আগেই একাধিক তারকা ফুটবলার চোটের জন্য বিশ্বকাপের স্কোয়াড থেকে ছিটকে যায়। এমন অবস্থায় কেউই আর ফ্রান্সকে ফেভারিটদের তালিকায় ধরেনি।

নিজেদের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নেমেই শুরুতেই ১ গোলে পিছিয়ে পড়ে ফ্রান্স। কিন্তু সেই ম্যাচেই এমবাপ্পে-জিরুর দুর্দান্ত পারফরম্যান্সে ভর করে পিছিয়ে পড়েও ৪-১ ফলে ম্যাচ জিতে নেয় তারা। দ্বিতীয় ম্যাচে ডেনমার্ককেও হারিয়ে সকলের আগে নকআউট পর্বের যোগ্যতা অর্জন করেছিল ফ্রান্স।

যদিও গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিজেদের দ্বিতীয় সারির দল নামিয়ে তিউনিশিয়ার কাছে হারের মুখ দেখতে হয়েছিল তাদের। এরপর একে একে পোল্যান্ড, ইংল্যান্ড এবং মরক্কোকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছে ফ্রান্স। তারা যে দুর্দান্ত ফুটবল খেলেছে তেমনটা নয়। বরং প্রত্যেকটা ম্যাচেই কোনও না কোনও সময় মনে হয়েছিল যে তাদের বিপক্ষ হয়তো ম্যাচ জিতে যেতে পারে। কিন্তু দৃষ্টিনন্দন ফুটবলটা না খেললেও কাজের কাজটা করে এসেছে ফ্রেন্চ দল।

২০১৮ বিশ্বকাপের পুনরাবৃত্তি কি হবে? কাজটা অত্যন্ত কঠিন। দলে নেই করিম বেনজেমা, এন গোলো কান্তে, পল পোগবার মতো তারকারা। তাছাড়াও ২০১৮ বিশ্বকাপের ফাইনালিস্ট ক্রোয়েশিয়া আর এবারের বিশ্বকাপের লিওনেল মেসির আর্জেন্টিনার মধ্যে অনেক তফাৎ। আর্জেন্টিনা এইমুহূর্তে মানসিক শক্তিতে ভরপুর। প্রতিপক্ষ হিসেবে যারাই থাকুক না কেন, তাদেরকে ছিড়ে ফেলতে প্রস্তুত লাতিন আমেরিকান দৈত‍্যরা।

এমন অবস্থায় ফ্রান্সের তরুণ রাইট উইঙ্গার উসমান ডেম্বেলে জানিয়েছেন ফ্রান্সের ড্রেসিংরুমের অন্দরমহলের ছবিটা কেমন। তিনি ২০১৮ এবং ২০২২ দুই বিশ্বকাপেই ফ্রান্স দলের অংশ। তিনি এফসি বার্সেলোনা ক্লাবের ফুটবলার এবং একসময় মেসির সাথে খেলেছেন। তার মতে এইবারের বিশ্বকাপের ফাইনালের আগে দলের সকলে মানসিকভাবে অনেক বেশি শান্ত। সকলেই ফাইনালের আগে নিজেদের প্রস্তুতিটা ঠিকঠাক ভাবে সম্পূর্ণ ব্যস্ত। ডেম্বেলের ধারনা গত বিশ্বকাপের স্কোয়াড আর এই বিশ্বকাপের স্কোয়াডের মধ্যে খুব বেশি পরিবর্তন নেই। গতবারের অভিজ্ঞতার কারণেই হয়তো সবাই এতটা শান্ত থাকতে পারছে।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর