কাতারের মতো ভারতও একদিন বিশ্বকাপ ফাইনাল আয়োজন করবে, প্রতিশ্রুতি দিলেন মোদি

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণে ওঠে এলো ফুটবল বিশ্বকাপের কথা। গত রবিবার মেঘালয়ে এক সমাবেশে ভাষণ দেওয়ার সময় ভারতে ফিফা বিশ্বকাপের মতো একটি গ্র্যান্ড ইভেন্ট আয়োজনের আশ্বাস দিয়েছেন।

মোদি নিজের ভাষণ থেকে বলেছেন, “আজ কাতারে মাটিতে ফুটবল বিশ্বকাপের ফাইনালে খেলছে নামজাদা বিদেশী দেশগুলি। কিন্তু, আমি নিশ্চিতভাবে বলতে পারি যে একসময় আমরা ভারতে ফিফা বিশ্বকাপের মতো বড় ইভেন্টের আয়োজন করব এবং তখন অন্য কোনও দেশ না, আমরা তেরঙ্গার জন্য উল্লাস করব।”

বিজেপির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি থেকেও এই একই কথা টুইট করা হয়েছে। প্রধানমন্ত্রী মোদি কিছু উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করার উদ্দেশ্য নিয়ে গিয়েছেন। তিনি জনতার উদ্দেশে বলেন, “এটি একটি কাকতালীয় কিন্তু সুন্দর ব্যাপার যে এখন বিশ্বের একপ্রান্তে ফুটবল বিশ্বকাপের ফাইনাল চলছে, আর আমিও একটি ফুটবল মাঠ থেকেই ফুটবল ভক্তদের সম্বোধন করছি।”

তিনি আরও বলেন, “একদিকে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্ট হচ্ছে, অন্যদিকে আমরা ফুটবল মাঠ থেকে উন্নয়নমূলক কাজের সূচনা করছি।” ভাষণ দেওয়ার সময়, প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেছেন যে কেন্দ্রীয় সরকার ক্রীড়া ক্ষেত্রে নানান নতুন দৃষ্টিভঙ্গির সাথে নতুন দিশার দিকে এগিয়ে যাচ্ছে।

সবশেষে উত্তর পূর্ব ভারতের জনতাকে উদ্দেশ্য করে তিনি বলেন, “ভারতের এই অংশে প্রথম ক্রীড়া বিশ্ববিদ্যালয় রয়েছে। উত্তর পূর্বও ৯০টি নানারকম প্রকল্পের বাস্তবায়ন হতে যাচ্ছে। তারা নিজেদের কাছে ভালো ফুটবল মাঠ, অ্যাথলেটিক ট্র্যাক উপহার পাচ্ছে।”


Reetabrata Deb

সম্পর্কিত খবর