শাড়ির ব‍্যবসা-দিদি নাম্বার ওয়ান করে কত টাকা পাও? সবার সামনে রচনাকে ঠুকলেন দেব

বাংলাহান্ট ডেস্ক: বাংলার অন‍্যতম ‘দিদি’ রচনা বন্দ‍্যোপাধ‍্যায় (Rachana Banerjee)। তবে রাজনৈতিক মঞ্চের নয়, বিনোদন জগতের প্রিয় দিদি তিনি। ‘দিদি নাম্বার ওয়ান’ (Didi Number One) এর মঞ্চ একা হাতে সামলে আসছেন তিনি বছরের পর বছর ধরে। রূপোলি জগতের তারকা থেকে আমজনতা, সকলেরই অবারিত দ্বার তাঁর শোতে। শুধু দিদি নাম্বার ওয়ানে সঞ্চালনা নয়, একটি শাড়ির ব‍্যবসাও রয়েছে রচনার।

বহু বছর হয়ে গেল অভিনয়কে বিদায় জানিয়েছেন তিনি। একা হাতে ধরে রেখেছেন সংসার। ছেলেকে দিব‍্যি মানুষ করছেন রচনা। কিন্তু কোনোদিন কারোর সাহস হয়নি দিদি নাম্বার ওয়ানের আয় জিজ্ঞাসা করার। সেই সাহসটা দেখালেন অভিনেতা সাংসদ দেব। রচনারই শোতে সরাসরি তাঁকে জিজ্ঞাসা করে বসলেন, দিদি নাম্বার ওয়ান থেকে কত টাকা পান তিনি?

Rachana banerjee
দিদি নাম্বার ওয়ানের মঞ্চেই ছবি, সিরিয়ালের প্রচার করতে আসেন অভিনেতা অভিনেত্রীরা। আসন্ন ছবি ‘প্রজাপতি’র প্রচারে এসেছিলেন দেব-ও। সেখানেই রচনার সাম্প্রতিক কাতার ভ্রমণের প্রসঙ্গ ওঠে। আসলে ফিফা বিশ্বকাপ দেখতে কাতার গিয়েছিলেন অভিনেত্রী। রচনা প্রশ্ন করেন, দেবের সঙ্গে সেখানে দেখা হল না কেন তাঁর?

সঙ্গে সঙ্গে অভিনেতা সাংসদের উত্তর, ‘তোমার মতো অত টাকা নেই আমার। দিদি নাম্বার ওয়ান থেকে কত টাকা পাও? শাড়ি বিক্রি করে কত টাকা পাও? আমাদের তো ছবির প্রচার না করলে চলবে না’। দেবের সোজাসাপটা উত্তর শুনেই হাত দিয়ে মুখ ঢাকেন রচনা।

তবে অভিনেতা যে মজা করেই কথাগুলো বলেছেন তা আর আলাদা করে বলতে লাগে না। আসলে দেবের প্রথম ছবি ‘অগ্নিশপথ’ এর নায়িকাই ছিলেন রচনা। তাই তাঁদের সম্পর্কটা বেশ অন‍্য রকম। এর আগেও দিদি নাম্বার ওয়ানের মঞ্চে ছবির প্রচারে এসে পর্ব জমিয়ে দিয়ে গিয়েছেন দেব।


Niranjana Nag

সম্পর্কিত খবর