বলিউড চিরকালের সহজ নিশানা, ‘বেশরম’ গেরুয়া বিকিনি নিয়ে সরব আশা পারেখ

বাংলাহান্ট ডেস্ক: বছর শেষ হতে চললেও ‘পাঠান’ বিতর্ক শেষ হওয়ার নয়। শাহরুখ খান এবং দীপিকা পাডুকোনের ছবির দ্বিতীয় গান ‘ঝুমে যো পাঠান’ মুক্তি পেয়ে গেলেও ‘বেশরম রঙ’ (Besharam Rang) বিতর্ক এখনো ভোলেনি অনেকেই। রাজনৈতিক দল এবং ধর্মীয় সংগঠনগুলি আপত্তি প্রকাশ করেছে গানে দীপিকার পরনের গেরুয়া রঙের বিকিনি নিয়ে। এবার এ বিষয়ে নিজের মত প্রকাশ করলেন বর্ষীয়ান অভিনেত্রী আশা পারেখ (Asha Parekh)।

এক সংবাদ মাধ‍্যমের সঙ্গে সাক্ষাৎকারে আশা এক রকম দীপিকার পাশেই দাঁড়িয়েছেন। তিনি বলেন, ‘এটা খুব খারাপ। সিনেমা তো সিনেমাই, যার মূল লক্ষ‍্য বিনোদন দেওয়া। এবার কোনো অভিনেত্রী কমলা রঙের পোশাক পরল কী নামের জন‍্য ছবিটা বয়কট করা হচ্ছে! এটা ঠিক নয়।’

Asha parekh actress
তিনি আরো বলেন, বিকিনি নিয়ে তো সমস‍্যা নয়। কমলা রঙ নিয়ে ঝামেলা হচ্ছে। আশা পারেখ বলেন, ‘আমার মনে হয় আমাদের মস্তিষ্ক বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের মানসিকতা ছোট হয়ে যাচ্ছে যেটা খুব খারাপ। বলিউড চিরকালের সোজা নিশানা হয়ে থেকেছে।’

এখনো পর্যন্ত মধ‍্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্রে পাঠান নিয়ে বিক্ষোভ প্রদর্শন হয়েছে। অশান্তির আঁচ পৌঁছেছে বিহারেও। সে রাজ‍্যের এক বিজেপি নেতা হুঙ্কার ছেড়েছেন, পাঠান মুক্তি পেতে দেওয়া হবে না বিহারে। শাহরুখের ছবি নিষিদ্ধ করতে হবে।

অযোধ্যার বিতর্কিত শির জগৎগুরু পরমহংস আচার্য মহারাজ হুমকি দিয়েছেন, শাহরুখকে সামনে পেলে জীবন্ত পোড়াবেন। এই বিতর্কের রেশ নিয়েই মুক্তি পেয়েছে পাঠানের দ্বিতীয় গান ‘ঝুমে যো পাঠান’।

কয়েকজন লিখেছিলেন, বেশরম রঙ বিতর্ক ঢাকতে নতুন গান নিয়ে এসেছেন পাঠান নির্মাতারা। কিন্তু এতে বিতর্ক কতটা ধামাচাপা দেওয়া যাবে তা জানা না গেলেও নতুন গানটা এতটাই খারাপ যে বেশরম রঙ-ই শুনতে ভাল লাগছে।


Niranjana Nag

সম্পর্কিত খবর