মহিষাদলে সমবায় ভোটে ধুয়ে মুছে সাফ BJP-CPM! তৃণমূলের ঝড়ে কুপোকাত বিরোধীরা

বাংলা হান্ট ডেস্ক : মহিষাদলে (Mahishadal) সমবায় সমিতির নির্বাচনে ধরাশায়ী অলিখিত বাম-বিজেপি জোট। কেশবপুর জনতা সমবায় সমিতির নির্বাচনে বিপুল ভোটে বিরোধীদের ধুয়ে দিল তৃণমূল। পূর্ব মেদিনীপুরের (Purba Medinipore) বেশকিছু জায়গায় বিরোধীরা সমবায় সমিতির নির্বাচনে জয়ী হয়েছে। কিন্তু কেশবপুর জনতা কো-অপারেটিভ সোসাইটিতে পর্যুদস্ত হল বিরোধী শক্তি।

জনতা কে-অপারেটিভ সোসাইটিতে মোট আসন সংখ্যা ৬৭। এর মধ্যে ৩ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় তৃণমূল প্রার্থী।
বুধবার নির্বাচনের ফল প্রকাশ হতে দেখা যায় তৃণমূলের দখলে গিয়েছে মোট ৬৬ আসন। বাকি একটি আসনে জয়ী হয়েছে বিরোধী বিজেপি-বাম-কংগ্রেস জোট। এই নির্বাচনে তৃণমূল প্রার্থী দেয় ৬৭ আসনে। বিজেপি ৪৭ আসনে এবং সিপিএম ৩৬ আসনে প্রার্থী দেয়। ভোটার সংখ্যা ছিল ১৭০০।

Untitled design 2022 08 05T092805.293

এই নিয়ে এলাকার বিধায়ক তিলক চক্রবর্তী সংবাদমাধ্যমে বলেন, সারাবছর মানুষ সরকারের বিভিন্ন সুযোগ সুবিধে পেয়ে আসছে। কৃষকরা বিভিন্ন প্রকল্পে উপকৃত হচ্ছেন। তারই ফল দেখা যাচ্ছে সমবায়ের নির্বাচনে। অপরদিকে জেলা বিজেপির কিষাণ শাখার সভাপতি বিশ্বনাথ বন্দ্য়োপাধ্যায় বলেন, গত সমবায় নির্বাচনে একটি আসনও পায়নি বিজেপি। সেদিক থেকে এবার কিছুটা ভালো ফল করেছে দল।

এর আগে, মহিষাদল ব্লকের তালুক গোপালপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচনের ব্যাপকভাবে জয় পায় তৃণমূল। বিরোধীরা চেষ্টা করেও শাসকদলের জয় আটকাতে পারে নি। নন্দকুমারে সিপিএম এবং বিজেপি জোট বেঁধে তৃণমূলকে হারিয়ে দেয়। তারপর থেকেই দেখা যাচ্ছে, বিভিন্ন সমবায় ভোটে বাম-রাম জোট বেঁধে লড়ছে তারা। এই একই নীতিই প্রয়োগ করা হয় তালুক গোপালপুর সমবায় নির্বাচনেও কিন্তু এখানে দেখা গেল বিরোধীদের এই কৌশল মুখ থুবড়ে পড়েছে তালুক গোপালপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচনে।

Sudipto

সম্পর্কিত খবর