মায়ের শেষকৃত্য করে এসেছেন, একটু বিশ্রাম নিন! প্রধানমন্ত্রীকে পরামর্শ মুখ্যমন্ত্রী মমতার

বাংলা হান্ট ডেস্ক : অদ্ভুত তাঁর কর্তব্য নিষ্ঠা। শুক্রবার ভোর চারটে নাগাদ প্রয়াত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) মা হীরাবেন মোদি (Mother Demise)। মায়ের শেষকৃত্য সেরে হাওড়ার বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন মোদি। মাতৃ বিয়োগের শোকের ছায়ার মধ্যেও নিজের কর্তব্যের প্রতি অবিচল থেকে কর্মসূচীতে যোগ দেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় মোদির উদ্দেশে মমতা এদিন বলেন, ‘বাকি কাজ ফেলে আজ আপনার বিশ্রাম নেওয়া উচিত। আপনাকে সমবেদনা জানাই।’

মমতা এদিন হাওড়া স্টেশনে অনুষ্ঠান থেকে আরও বলেন, ‘আজ আপনার দুঃখের দিন ও আপনার ব্যক্তিগত জীবনে খুব বড় ক্ষতি। আমি ভগবানের কাছে প্রার্থনা করব, যাতে আপনি এই শোক কাটিয়ে উঠতে পারেন। আপনি আপনার কাজ দিয়ে নিজের মাকে ভালবাসুন।’ এদিন প্রধানমন্ত্রীও ক্ষমা চেয়ে নেন রাজ্যে আসতে না পারার জন্য। তিনি বলেন, ‘ আমার বাংলায় আসার কথা ছিল। কিন্তু ব্যক্তিগত কারণে আসতে না পারায় আমি অত্যন্ত দুঃখিত। ৩০ ডিসেম্বর একটি ঐতিহাসিক দিন। ১৯৪৩ সালে এইদিনেই নেতাজি সুভাষচন্দ্র বসু আন্দামানে জাতীয় পতাকা উত্তোলন করেন। আর আজকের দিনেই বাংলা বন্দে ভারত পেল। ৪৭৫টি বন্দে ভারত ট্রেন চালাবার পরিকল্পনা রয়েছে আমাদের। দেশের উন্নতির জন্য রেল যোগাযোগের উন্নতি সর্বাগ্রে দরকার।

rail

হাওড়া এই অনুষ্ঠানে এদিন সশরীরে উপস্থিত থাকার কথা থাকলেও শেষ মুহূর্তে সেই পরিকল্পনা বাতিল হয়। প্রধানমন্ত্রী এদিন সকালেই দিল্লি থেকে উড়ে যান আমদাবাদ। সেখানেই মায়ের শেষকৃত্য সম্পন্ন করেন তিনি। এরপরই ভার্চুয়ালি হাওড়ার অনুষ্ঠানে যোগ দেন তিনি। এই নিয়ে মমতা বলেন, ‘আপনি সশরীরে উপস্থিত থাকতে না পারলেও ভার্চুয়ালি থাকলেন তার জন্য আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই।’

এরপর মমতা আরও বলেন, ‘আপনি মায়ের শেষকৃত্য সেরে এসেছেন, তাই আপনি আপনার বাকি সমস্ত কাজ বাতিল করে আগে একটু বিশ্রাম নিন।’ হাওড়ার অনুষ্ঠানের পরেই এদিন প্রধানমন্ত্রীর যাওয়ার কথা ছিল নেভি হাউসে। সেখানেই জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। যদিও সেই অনুষ্ঠানেও ভার্চুয়ালি যোগ দেওয়ার কথা প্রধানমন্ত্রীর।

Sudipto

সম্পর্কিত খবর