বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে দিনভর সরগরম রাজ্য রাজনীতি। এদিন হাওড়া স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী (CM Mamata Banerjee)। আর সেখানেই ঘটল বিপত্তি।
মুখ্যমন্ত্রীকে কেন্দ্র করে উচ্চ স্বরে ‘জয় শ্রীরাম’ ধ্বনিতে মেতে ওঠে বিজেপি (BJP) সমর্থকেরা। এহেন ঘটনায় ক্ষোভে এদিন অনুষ্ঠান মঞ্চে ওঠেননি মুখ্যমন্ত্রী। এই ঘটনা ঘিরেই একদিকে যেখানে শুরু হয়েছে বিজেপি-তৃণমূল চাপানউতর। ঠিক সেই সময় দলেরই বিপরীতে হেঁটে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন দুর্গাপুরের (Durgapur) বিজেপি সাংসদ (BJP MP) সুরিন্দর সিং আলুওয়ালিয়া (Surinderjeet Singh Ahluwalia)।
এদিন ‘জয় শ্রীরাম’ ধ্বনি প্রসঙ্গে, সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি নেতা আলুওয়ালিয়া জানান, “নানান রকমের মানুষ এ ধরনের অনুষ্ঠানে আসেন। তবে রাষ্ট্রীয় পর্বে (সরকারি অনুষ্ঠানে) ভারত মাতা কি জয় বলা উচিত”। যখন একদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) থেকে বিজেপির দিলীপ অধিকারী, লকেট চট্টোপাধ্যায় সহ অন্যান্য নেতৃত্বরা মুখ্যমন্ত্রীর এহেন কর্মকাণ্ডের বিরোধীতায় সরব হয়েছেন, সেখানে অন্যদিকে দলেরই সদস্য হয়ে একেবারেই ভিন্ন সুর শোনা গেল আলুওয়ালিয়ার গলায়।
প্রসঙ্গত, এদিন ‘জয় শ্রীরাম’ স্লোগানের পর মুখ্যমন্ত্রী অনুষ্ঠান মঞ্চে উঠতে না চাওয়ায় তাঁকে বোঝানোর চেষ্টা করছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ। দেখা যায় মুখ্যমন্ত্রীর সামনে গিয়ে হাতজোড় করে তাঁকে মঞ্চে ওঠার জন্য অনুরোধও করেন তিঁনি। তবে তাতেও মুখ্যমন্ত্রীর মেজাজ ঠিক করা যায়নি। পাশাপাশি এদিন বাঁকুড়ার সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকারকে দেখা যায়, যাঁরা স্লোগান দিচ্ছেন তাঁদের উদ্দেশ্যে তা বন্ধ করার আর্জি জানাতে। বলাইবাহুল্য, বঙ্গের প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা অনুষ্ঠানেও পিছু ছাড়লনা বিতর্ক।
উল্লেখ্য, বঙ্গের একজন বর্ষীয়ান বিজেপি নেতা সুরিন্দর সিং আলুওয়ালিয়া। অটলবিহারী বাজপেয়ীর সময়কালে তাঁর আস্থাভাজন ছিলেন তিঁনি। সেই সময় থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর রাজনৈতিক বন্ধুত্ব আলুওয়ালিয়ায়। বর্তমানে বর্ধমান-দুর্গাপুরের বিজেপি সাংসদের দায়িত্ব পালন করছেন তিঁনি।