মৃত্যুর মুখ থেকে পন্থকে বাঁচিয়েছিলেন এই বাস ড্রাইভার ও কন্ডাক্টর! এবার পাচ্ছেন বিশেষ সম্মান

বাংলা হান্ট নিউজ ডেস্ক: শুক্রবার সকালে দিল্লি-দেরাদুন হাইওয়েতে গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছেন ভারতীয় দলের রিশভ পন্থ (Rishabh Pant)। নিজের পরিবারের সাথে সময় কাটানোর উদ্দেশ্যে একাই ড্রাইভ করে ফিরছিলেন রিশভ। সেই সময় তার হালকা ঘুম ঘুম ভাবের কারণে মাটির ঢিপিতে চাকা ওঠে তার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মেরে দেয় রাস্তায় পাশের গার্ড রেলিংয়ে। তারপর কোনওক্রমে জানালা ভেঙে বেরিয়ে নিজেই হাসপাতালে ফোন করেন পন্থ।

সম্প্রতি বিসিসিআই (BCCI) পন্থের চোটের ব্যাপারে অফিসিয়াল বিবৃতি দিয়েছে। তাদের বিবৃতি অনুযায়ী ভারতীয় উইকেটরক্ষকের কপালে দুটি ক্ষত রয়েছে। এছাড়া তার ডান হাঁটুতে একটি লিগামেন্ট ছিঁড়ে গেছে এবং তার ডান হাতের কব্জি, গোড়ালি, পায়ের আঙুলেও আঘাত লেগেছে। ধাক্কার সময় ঘর্ষণের কারণে নিজের পিঠেও আঘাত পেয়েছেন পন্থ।

pant accident

শুক্রবার সকালে আহত অবস্থায় তারকা ভারতীয় উইকেটরক্ষককে তার দুর্ঘটনাগ্রস্থ গাড়ি থেকে উদ্ধার করেছিলেন হরিয়ানা রোডওয়েজের কর্মচারী সুশীল কুমার। সেই সময় তিনি দুর্ঘটনার সময় রাস্তার বিপরীতে একটি যাত্রীবাহী বাস চালাচ্ছিলেন। সুশীল এবং বাসের কন্ডাক্টর পরমজিৎ তাদের মধ্যে ছিলেন যারা পন্থকে তার গাড়ি থেকে বাইরে বেরোতেও সাহায্য করেছিলেন।

পানিপথ ডিপোর জেনারেল ম্যানেজার কুলদীপ ঝাংড়া তাদের দুজনকেই সম্মানিত করেছেন। তিনি বলেন, ‘সুশীল ও পরমজিৎ একজন আহত ব্যক্তিকে উদ্ধার করে ভালো কাজ করেছে। পরে জানা যায় তিনি রিশভ পন্থ। তাদের দুজনকে পুরস্কৃত করবে উত্তরাখন্ড সরকারও।’

বাস ড্রাইভার সুশীল জানিয়েছেন, “আমাদের বাস হরিদ্বার থেকে সকাল ৪.২৫টায় ছেড়েছিল। আমি আচমকা দেখলাম একটি গাড়ি স্পিডের মাথায় ভারসাম্য হারিয়ে ডিভাইডারে ধাক্কা খায়। ধাক্কা লাগার পর, গাড়িটি ভুল দিকে নেমে যায়। এসব দেখে আমি সাথে সাথে ব্রেক কষে আমার বাস থামাই। গাড়িটিতে ইতিমধ্যে আগুন ধরেছিল তাই আমি এবং কন্ডাক্টর তাকে গাড়ি থেকে নামানোর জন্য ছুটে যাই। আমি ক্রিকেট দেখি না, তাই উনাকে চিনতাম না। পরম আমায় জানান যে উনি কে। আমরা তার মায়ের ফোনে ফোন করলে সেটি সুইচড অফ শোনায়। তিনি জানিয়েছিলেন যে উনি একাই গাড়ি চালাচ্ছিলেন।”

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর