‘বাপের অনেক সম্পত্তি, কটা টাকার জন্য দুর্নীতি করব না”, দল ছাঁটতেই সাফাই তৃণমূল নেতার

বাংলাহান্ট ডেস্ক : রাজ্য আবাস যোজনা (Awas Yojana) প্রকল্পে আবার এক দুর্নীতির খবর। এবার নাম জড়ালো রাজ্য সরকারের ঘনিষ্ঠ কিছু মানুষের। একের পর এক অভিযোগ উঠছে রাজ্য সরকারের (State Government) বিরুদ্ধে। এই ঘটনার জেরেই তৃণমূল (All India Trinamool Congress) থেকে বের করে দেওয়া হলো এক কোচবিহার (Coochbehar) জেলার এক পঞ্চায়েত সদস্যকে। তিনি হলেন কোচবিহার জেলার নাজিরহাট গ্রামপঞ্চায়েতের সদস্য গোপাল মোদক।

জানা গিয়েছে, এই শুক্রবার কোচবিহারের দিনহাটা নৃপেন্দ্রনারায়ণ পাঠাগারে দিনহাটা-১বি ব্লক ও দিনহাটা-২ ব্লকের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। আর সেখানেই সবাই তাঁর এই দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ আনেন এবং তাঁকে দল থেকে বহিস্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়, এই কথা জানান উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)।

সকলের উদ্দেশ্যে তিনি বলেন যে, বারবার দুর্নীতির এই বিষয় নিয়ে গোপালকে সাবধান করার চেষ্টা করা হলেও তিনি কোনো কথাই শুনতে চাননি। আর এর জন্যই সদস্যপদ ছাড়তে হলো তাঁকে। পঞ্চায়েত ভোট আসছে সামনে। আর তার জন্যই রাজ্য সরকার চেষ্টা করছে যতটা বিশুদ্ধ ভাবে এই প্রচার চালানো যায়। আর এই নিয়েই নানান প্রশ্ন উঠে আসছে।

যখন গোপাল মোদককে এই বিষয়ে জানতে চাওয়া হয় যে তিনি এই রকম কেন করলেন, তাঁর সোজা জবাব, তাঁর এতটাও টাকার অভাব হয়নি যে তিনি এই টাকা নিয়ে ছেলেখেলা করবেন। অন্যদিকে উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রীর দাবী যে, এর আগে বহুবার গোপালের বিরুদ্ধে টাকা নিয়ে নয় ছয় করার অভিযোগ উঠেছে। তিনি নিজেও হয়তো কয়েকবার স্বীকার করে নিয়েছেন। কিন্তু তিনি কিছুতেই শোনেননি। আর শেষ পর্যন্ত তাই তাঁকে দল থেকে বের করে দেওয়া হলো, তবে তা অনির্দিষ্ট সময়ের জন্য।pm awas yojana

তিনি আরও বলেন যে, আরও কেউ যদি এই দুর্নীতির সাথে যুক্ত থাকেন তাঁর বিরুদ্ধেও কঠিন পদক্ষেপ নেওয়া হবে। পার্টি যা সিদ্ধান্ত নেবে তা অঞ্চলের নেতাদের মানতে হবে। এছাড়াও কোনো জনপ্রতিনিধির নাম যদি এতে দুর্নীতিতে যুক্ত থাকে তাহলে তা তৎক্ষণাৎ জানাতে হবে। এবং দলের তরফ থেকে তা খতিয়ে দেখা হচ্ছে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর