পশ্চিম মেদিনীপুর গণধর্ষণ মামলায় পুলিশি গাফিলতি, SP-র বিরুদ্ধে কড়া নির্দেশ হাইকোর্টের

বাংলাহান্ট ডেস্ক : পশ্চিম মেদিনীপুরের (West Midnapore) কেশপুর ব্লকের আনন্দপুর থানা এলাকায় কিছুদিন আগে ঘটে গিয়েছিল একটি গণধর্ষণ (Gang rape)। সেই গণধর্ষণের মামলায় কলকাতা হাইকোর্ট এবার বড় নির্দেশ দিল জেলা পুলিশ সুপারকে। আজ কলকাতা হাইকোর্টের (High court) বিচারপতি রাজশেখর মান্থা রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যকে নির্দেশ দেন জেলার পুলিশ সুপার (SP) দীনেশ কুমারকে সতর্ক করার জন্য।

শুধু মৌখিক সতর্কতা নয়, দীনেশ কুমারের সার্ভিস বুকে উল্লেখ করারও নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আদালত রাজ্য পুলিশের ডিজির কাছে আনন্দপুর গণধর্ষণ মামলার রিপোর্ট চেয়েছিল। সেই রিপোর্টে ডিজি স্পষ্টভাবে জানান কর্তব্যে গাফিলতি করেছিলেন এসপি। এদিন বিচারপতি ডিজিকে নির্দেশ দেন কর্তব্যে গাফিলতির বিষয়টি উল্লেখ করতে হবে দীনেশ কুমারের সার্ভিস বুকে।

জানা গিয়েছে, জমি বিবাদকে ঘিরে কয়েক মাস আগে একটি গণধর্ষণের ঘটনা ঘটে কেশপুর ব্লকের আনন্দপুর থানা এলাকায়। অভিযোগ করা হয়েছিল, পুলিশ ধর্ষিতার অভিযোগ নিতে দেরি করেছে। এই ঘটনা প্রকাশ্য আসার পর সাসপেন্ড করা হয় আনন্দপুর থানার ওসিকে। এবার ব্যবস্থা নেওয়া হল পুলিশ সুপারের বিরুদ্ধেও।

Gang rape

এরই সাথে এদিন হাইকোর্ট স্পষ্ট ভাবে জানায়, এই ধরনের ফৌজদারি অপরাধের অভিযোগ যেন নিতে দেরি না করা হয়। গাফিলতি চলবেনা কর্তব্যে। যদি পরে দেখা যায় পুলিশ ঘটনায় গাফিলতি করেছে তাহলে সঙ্গে সঙ্গে রাজ্যকে সংশ্লিষ্ট এসপি বা পুলিশ কমিশনারের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ জারি করতে হবে। ফলে, আনন্দপুর ধর্ষণের ঘটনায় পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারের বিরুদ্ধে কড়া নির্দেশ দেওয়ার পাশাপাশি হাইকোর্ট যে এদিন সারা রাজ্যের পুলিশ প্রশাসনকেও বার্তা দিতে চেয়েছে একথা বলাই বাহুল্য।

 

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর