মর্মান্তিক কাণ্ড! আসানসোলের অবৈধ কয়লা খাদান ধসে আটকে অন্তত ২৫ শ্রমিক, চলছে উদ্ধারকার্য

বাংলা হান্ট ডেস্কঃ ফের ধস নামল শিল্পাঞ্চলে। রবিবার সকালে আসানসোলের (Asansol) কুলটি (Kulti) থানার অন্তর্গত বোডরা গ্রামের বিসিসিএলের ১২ নম্বর হাজলা পিটে কয়লা খনির (Coal Mine) বিস্তীর্ণ অংশে হঠাৎই ধস নামে। খাদানের ভেতরে বহু শ্রমিক আটকে থাকার আশঙ্কা করছেন গ্রামবাসীরা।

এলাকাবাসীর অভিযোগ, এদিন সকালে হঠাৎই ভিন রাজ্যের শ্রমিক নিয়ে এসে কয়লা খাদানে ঢুকে অবৈধ ভাবে কয়লা সরানোর কাজ চলছিল। স্থানীয় সূত্রে খবর, এই ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ২০-২৫ জনের আটকে থাকার সম্ভাবনা রয়েছে সেখানে।

স্থানীয়রা জানান, এদিন কয়লা খাদানে অবৈধ ভাবে ঢুকে কয়লা চুরি করতে নামার ফলেই এরূপ দুর্ঘটনা ঘটেছে। গ্রামবাসীর অভিযোগ, রবিবার ভোর রাতে কয়লা খনিতে কয়লা চুরি করতে নামেন কয়েক ভিন রাজ্যের শ্রমিক। এরপরেই ঘটে দুর্ঘটনা। আচমকা ধস নেমে আসে খনিতে। তাতে চাপা পড়েন কয়েক জন।

coal

এ বিষয়ে এখনও পর্যন্ত বিসিসিএল খনি কর্তৃপক্ষ তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। গ্রামবাসীরাও খোলাসা করে কিছু বলতে চাইছেন না বলেই জানা যাচ্ছে। এখনও পর্যন্ত সেই স্থানে বহু শ্রমিকের চাপা পড়ার আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার খবর পেয়ে ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে স্থানীয় পুলিশবাহিনী। চলছে তদন্ত। ঠিক কত জন খনির ভিতরে আটকে রয়েছেন, বা কারও প্রানহানি ঘটেছে কিনা সেইসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর