বাংলা হান্ট ডেস্ক : আবারও অবৈধ অনুপ্রবেশের চেষ্টা। হাওড়া স্টেশনের (Howrah Station) বাইরে থেকে একদল বাংলাদেশিকে গ্রেফতার (Bangladeshi Arrested) করল পুলিস। ওই দলের সঙ্গেই ধরা পড়ল এক ভারতীয় দালালও। গোপন সূত্রে পুলিসের কাছে আগে থেকেই এই খবর ছিল। পরিকল্পনা মতো গোলাবাড়ি থানার পুলিস হাওড়া স্টেশন চত্বরে ওৎ পেতে বসেছিল। সোমবার সন্ধ্যায় দুটি গাড়ি দেখে সন্দেহ হয় পুলিসের। সেই গাড়ি দুটিকে থামাতেই খোঁজ মেলে ৯ বাংলাদেশি নাগরিকের। সঙ্গে এ দেশের এক দালালও। ধৃত বাংলাদেশিদের মধ্যে ছয় জন পুরুষ এবং তিন জন মহিলা। তাদের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিস।
পুলিস সূত্রে খবর ওই বাংলাদেশি নাগরিকদের কাছে এদেশে আসার কোনও বৈধ কাগজপত্র ছিল না। তার ভিত্তিতেই দালাল সহ ওই বাংলাদেশিদের গ্রেফতার করা হয়েছে। জানা যাচ্ছে, ওই দালালের সাহায্যে বৈধ কাগজপত্র ছাড়াই বেআইনিভাবে সীমান্ত পেরিয়ে এ দেশে ঢুকে পড়ে অভিযুক্ত বাংলাদেশি নাগরিকরা। প্রাথমিকভাবে জানা গিয়েছে, তারা কাজের খোঁজে ব্যাঙ্গালুরুতে যাওয়ার পরিকল্পনায় ছিল। কিন্তু কোনও কাগজপত্র দেখাতে না পারার অপরাধেই গোলাবাড়ি থানার পুলিস তাদের আটক করে।
গ্রেফতার হওয়া ওই বাংলাদেশি নাগরিকদের দফায় দফায় জেরা করা হচ্ছে। ধৃতরা কীভাবে আন্তর্জাতিক সীমানা পেরিয়ে এই রাজ্যে ঢুকে পড়ল? কোন এলাকা দিয়ে তারা ভারতে প্রবেশ করে? এই সব প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করছে পুলিস। মঙ্গলবার ধৃতদের হাওড়া আদালতে তোলা হবে বলে জানা যাচ্ছে। এতজন বাংলাদেশি নাগরিককে একসঙ্গে হাওড়া থেকে গ্রেফতার করা পুলিসের একটি বড় সাফল্য।
ভারত – বাংলাদেশ সীমান্তের অনেকটা এলাকাতেই কাঁটাতার নেই। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বাংলাদেশ সীমান্তের সঙ্গে এমন কাঁটাতারবিহীন এলাকা প্রায় ৫৩৮ কিলোমিটার। অপরদিক উত্তরবঙ্গেও রয়েছে প্রায় ৩৭৫ কিলোমিটার কাঁটাতারবিহীন অংশ। অর্থাৎ, মোট ৯১৩ কিলোমিটার অংশ কাঁটাতারবিহীন।