২০০ টাকারও কমে আনলিমিটেড ডেটা সহ কলিং! প্ল্যানে একে অপরকে টেক্কা দিচ্ছে Jio-Airtel

বাংলাহান্ট ডেস্ক: টেলিকম বাজারে একরোখা ব্যবসা করে চলেছে রিলায়্যান্স জিও। এই মুহূর্তে ভারতে 5G পরিষেবা আরও ছড়িয়ে দিতে তৎপর তারা। একইসঙ্গে গ্রাহকদের মন জয় করতে নিয়ে আসছে একের পর এক আকর্ষণীয় অফার। একইভাবে বাজার ধরতে মরিয়া এয়ারটেলও। তারাও তাদের ৫জি পরিষেবা চালু করেছে দেশের কয়েকটি শহরে। পাশাপাশি, গ্রাহকদের ব্যাপক সুবিধা দিতে তারাও একের পর এক দুর্দান্ত প্ল্যান নিয়ে আসছে।

মাত্র ২০০ টাকারও কমে দু’টি কোম্পানিই গ্রাহকদের জন্য দারুণ সমস্ত প্ল্যান এনেছে। যার ফলে গ্রাহকরা ব্যাপক ভাবে সুবিধা পাবেন। এই প্ল্যানগুলির মাধ্যমে আনলিমিটেড ডেটার পাশাপাশি অন্যান্য সুবিধাও পাবেন গ্রাহকরা। তাই জেনে নিন কোন কোম্পানি কেমন প্ল্যান এনেছেন।

airtel users

এয়ারটেল এই দামের মধ্যে তিনটি দুর্দান্ত প্রিপেইড প্ল্যান এনেছে। এগুলি হল ১৫৫, ১৭৯ এবং ১৯৯ টাকার। এই প্ল্যানগুলিতে আনলিমিটেড কলিং-এর সুবিধা পাবেন গ্রাহকরা।

১৫৫ টাকার প্ল্যান: এই রেঞ্জের সবচেয়ে সস্তা প্ল্যান এটি। মাত্র ১৫৫ টাকা দিয়ে গ্রাহকরা রিচার্জ করালে ২৪ দিনের জন্য ১ জিবি ডেটা ব্যবহারের সুযোগ পেয়ে যাবেন। এছাড়াও ৩০০টি এসএমএস এবং আনলিমিটেড কলিং-এর সুযোগ পাবেন।

১৭৯ টাকার প্ল্যান: এই প্ল্যানের অধীনে গ্রাহকরা পাবেন ২ জিবি ডেটা ২৮ দিনের জন্য। এছাড়াও আনলিমিটেড কলিং ও ৩০০টি এসএমএস-এর সুবিধা পাবেন।

১৯৯ টাকার প্ল্যান: ১৯৯ টাকার প্ল্যানে গ্রাহকরা পাবেন ৩০ দিনের ভ্যালিডিটি। এই প্ল্যানের অধীনে গ্রাহকরা ৩ জিবি ডেটা ও ৩০০ এসএমএস-এর সুবিধা পাবেন।

Reliance Jio

এ বার দেখে নেওয়া যাক রিলায়্যান্স জিও কী কী সুবিধা দিচ্ছে। সবচেয়ে সস্তা প্ল্যানটি রয়েছে ১১৯ টাকায়। এতে ১৪ দিনের জন্য গ্রাহকরা ১.৫ জিবি ডেটা ও ৩০০ এসএমএস পাবেন।

১৪৯ টাকার প্ল্যান: ১৪৯ টাকার প্ল্যানে গ্রাহকরা ২০ দিনের জন্য দৈনিক ১ জিবি ডেটা পাবেন। এছাড়াও প্রতিদিন ১০০টি এসএমএস ও আনলিমিটেড কলিং-এর সুবিধা পাবেন।

১৭৯ টাকার প্ল্যান: এই প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন ১ জিবি ডেটা, ১০০ এসএমএস ও আনলিমিটেড কলিং পাবেন। এর ভ্যালিডিটি ২৪ দিন।

১৯৯ টাকার প্ল্যান: এই প্ল্যানের অধীনে দৈনিক ১.৫ জিবি ডেটা, ১০০ এসএমএস ও আনলিমিটেড কলিং করতে পারবেন গ্রাহকরা। এটি ২৩ দিনের জন্য বৈধ।  

Subhraroop

সম্পর্কিত খবর