বাংলা হান্ট নিউজ ডেস্ক: ফেব্রুয়ারি মাসের ৯ তারিখ থেকে আরম্ভ হতে চলেছে বর্ডার-গাভাস্কার ট্রফির (Border-Gavaskar Trophy) লড়াই। ভারতের মাটিতে ২০১৭ সালের পর প্রথমবার টেস্ট সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া। গতবারের অস্ট্রেলিয়ার ভারত সফরে স্টিভ স্মিথকে (Steve Smith) কেন্দ্র করে বিরাট কোহলির (Virat Kohli) ভারতের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ লড়াই উপহার দিয়েছিল অস্ট্রেলিয়া। এবারও দুরন্ত ছন্দে আছেন অজি সহ-অধিনায়ক! এরই মধ্যে চার স্পিনারকে নিয়ে ভারত সফরের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া।
এই সিরিজে অস্ট্রেলিয়া জন্য একটা বড় ধাক্কা হল মিচেল স্টার্কের (Mitchell Starc) খেলা নিয়ে অনিশ্চয়তা। ৯ই ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার নাগপুর টেস্টে যে তিনি থাকবেন না, তা স্পষ্ট করে দিয়েছেন অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বক্সিং ডে টেস্ট খেলতে গিয়ে আঙুলে চোট পেয়ে তিনি আপাতত বিশ্রামে রয়েছেন। নাগপুরের পরে যে তিনি দিল্লি, ধর্মশালা এবং আমেদাবাদে খেলবেন এমন কোনও নিশ্চয়তা আপাতত নেই।
জানা গেছে স্টার্ক দ্বিতীয় টেস্টে দিল্লিতে দলের সঙ্গে যোগ দেবেন। তারকা অজি অলরাউন্ডার ক্যামেরুন গ্রিনেরও আঙুলে চোট থাকলেও প্রথম টেস্টে তিনি দলের সঙ্গেই থাকবেন। অ্যালেক্স ক্যারি ছাড়া আর কোনও উইকেটরক্ষক নেই এইমুহূর্তে অজিদের হাতে। তার ইনজুরি হলে একসময় কিপিংয়ের দায়িত্ব পালন করা পিটার হ্যান্ডসকম্ব খেলবেন।
এই অস্ট্রেলিয়ান স্কোয়াডে ন্যাথান লিয়ন ছাড়াও আরও ৩ স্পিনার রয়েছেন। তারা হলেন অ্যাস্টন অ্যাগার, মিচেল সোয়াম্পসন ও অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে সম্প্রতি দুর্দান্ত পারফরম্যান্স করা টড মার্ফি। এদের মধ্যে খুব সম্ভবত এস্টন আগারকেই লিয়নের সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে। প্রাক্তন অজি অধিনায়ক এবং বর্তমান নির্বাচক জর্জ বেইলি ভারতের বিরুদ্ধে বাঁ-হাতি স্পিনারের উপযোগিতার বিষয়ও মুখ খুলেছেন যার থেকে এই ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
ভারত সফরের জন্য অস্ট্রেলিয়া স্কোয়াড:
ডেভিড ওয়ার্নার
উসমান খাওয়াজা
মার্নাস ল্যাবুশানে
স্টিভেন স্মিথ (সহ-অধিনায়ক)
ট্র্যাভিস হেড
ম্যাট রেনেশ
পিটার হ্যান্ডসকম্ব
অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক)
ক্যামেরন গ্রিন
অ্যাশটন অ্যাগার
ন্যাথান লিয়ন
মিচেল সুইপসন
টড মার্ফি
প্যাট কামিন্স (অধিনায়ক)
মিচেল স্টার্ক
জশ হ্যাজেলউড
স্কট বোল্যান্ড
ল্যান্স মরিস