বাংলা হান্ট ডেস্কঃ বাঙালির বিয়ে মানেই আইবুড়ো ভাত (bridal shower) মাস্ট। চারিদিকে হরেক রকম পদ সাজিয়ে সুন্দর ভাবে লোভনীয় ভোজনের আয়োজন। বিয়ের আগে প্রত্যেক ছেলে-মেয়ের আইবুড়ো ভাত বেশ সমাদরেই পালন করা হয়। সেই রীতি মেনেই পঞ্চব্যঞ্জন সাজিয়ে সুন্দরভাবে আইবুড়ো ভাত খাওয়ানো হল তৃণমূল নেতার (TMC Leader) ছেলেকে। না তাতে কোনো সমস্যা নেই! সমস্যা তো অন্য কোথাও। কারও বাড়ি বা রেস্তোরায় নয় বরং খাবার সাজিয়ে কলেজের ভেতরেই চলল আইবুড়ো ভাত অনুষ্ঠান। আর সেই ভিডিও ভাইরাল হতেই শোরগোল এলাকায়।
একদিকে বিগত কিছুমাস ধরে শিক্ষক নিয়োগ দুর্নীতিকে ঘিরে ধুন্ধুমার বঙ্গে। পথে বসেছেন বহু যোগ্য চাকরিপ্রার্থী, অন্যদিকে আদালতের নির্দেশে চাকরি খুঁইয়েছেন বহু ভুয়ো শিক্ষক। আর এই আবহেই সময় হুগলির (Hooghly) তারকেশ্বর ডিগ্রি কলেজে তৃণমূল নেতার ছেলের আইবুড়ো ভাত খাওয়ানোর ঘটনা ঘিরে তোলপাড় হুগলি।
এবিষয়ে তারকেশ্বরের তৃণমূল বিধায়ক রমেন্দ্র সিংহ রায়ের বক্তব্য, “সামাজিক মাঙ্গলিক অনুষ্ঠান বাড়িতে বা মন্দিরে করাই প্রথা। কোনও শিক্ষা প্রতিষ্ঠানে করাটা উচিত নয়।” কার্যত ভুল হয়েছে বলেই মেনে নিয়েছেন তিঁনি। তবে ভাইরাল হওয়া ভিডিও প্রসঙ্গে কলেজের অধ্যক্ষ অমলেন্দু হাটির সাফাই, “এতে কলেজের কোনও ব্যাপার নেই। কলেজ ক্যান্টিনে তাঁর বন্ধুরা তাঁকে খাইয়েছে। এতে অসুবিধা কোথায়। কলেজ কোনও অনুষ্ঠান করেনি বা টাকাও খরচ করেনি। বিতর্কটা অনর্থক।”
ঘটনা প্রসঙ্গে তারকেশ্বর পুরসভার চেয়ারম্যান উত্তম কুন্ডু জানান, “আমি শুনলাম। যদি একটা শিক্ষা প্রতিষ্ঠানে এটা হয়ে থাকে তবে তা ঠিক হয়নি।” অন্যদিকে এই তাজ্জব ঘটনাকে হাতিয়ার করে স্থানীয় বিজেপি নেতা স্বপন পাল বলেন, “কলেজে ফেয়ারওয়েল, নবীন বরণ, মনিষীদের জন্ম বা মৃত্যুবার্ষিকী পালন করা হয়ে থাকে। তা বলে কারও আইবুড়ো ভাত হতে কখনও শুনিনি।” তাঁর সংযোজন “অবশ্য তৃণমূল নেতা বা নেতার ছেলে হলে সবই সম্ভব। ছাত্র-ছাত্রীরা কী শিখবে। শিক্ষা ব্যবস্থা কোথায় গেছে, আরও কত অবনতি হবে সেটাই দেখার”।