দিদির দূত হয়ে গিয়ে বিক্ষোভের মুখে অর্জুন সিং! ঘিরে ধরল গ্রামবাসীরা

বাংলা হান্ট ডেস্ক : ছিলেন তৃণমূলে। গত বিধানসভা নির্বাচনের আগে চলে যান বিজেপিতে। বিধানসভার পর আবারও ঘরের ছেলে ঘরে ফেরেন। গত বছর তৃণমূলে যোগ দিলেও এখনও সরকারি ভাবে অর্জুন সিং (Arjun Singh) বিজেপির সাংসদ। উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের সাংসদ অর্জুন এ বার ‘দিদির দূত’ হিসাবে পুরুলিয়ার গ্রামে গিয়ে পড়লেন চরম বিক্ষোভের মুখে। শুধু তা-ই নয়, গ্রামে গিয়ে সাধারণ মানুষের কথা না-শোনারও অভিযোগ উঠল সাংসদের বিরুদ্ধে। তবে তিনি এই অভিযোগ মানতে চাননি। তিনি জানান, সকলের অভাব-অভিযোগ শুনেই তবে ফিরছেন তিনি।

শুক্রবার পুরুলিয়ায় ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচিতে অংশ নিয়ে রঘুনাথপুর-২ ব্লকের জোরাডি গ্রামে যান অর্জুন। তাঁর সঙ্গী হসাবে যান পুরুলিয়া জেলা তৃণমূল সভাপতি সৌমেন বেলথরিয়াও। স্থানীয় একটি কালী মন্দিরে পুজো দিয়ে কর্মসূচির কাজে বেরোন সাংসদ। কিন্তু সফরের প্রথম দিনেই গ্রামবাসীদের প্রশ্নের মুখে পড়তে হয় তাঁকে। অর্জুনকে কাছে পেয়ে তাঁকে স্থানীয় সমস্যার কথা বলার চেষ্টা করেন গ্রামবাসীরা। কিন্তু তাঁদের অভিযোগ সেসব না শুনেই চলে আসেন সাংসদ।

   

arjun 2

জোরাডির বাসিন্দা মানিক রেওয়ানি জানা, ‘বাড়িতে শৌচালয় নেই। সাংসদকে হাতের কাছে পেয়ে ভেবেছিলাম বলব। কিন্তু উনি দাঁড়ালেনই না।’ আবাস যোজনার বাড়ি না পাওয়া, জল কষ্ট নিয়েও অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন। গ্রামের বাসিন্দা সুচিত্রা মাহাতোর অভিযোগ, ‘‘যাঁদের পাওয়ার কথা নয়, তাঁরা আবাস যোজনার বাড়ি পাচ্ছেন। অথচ, আমরা প্রকৃত গরিব হওয়া সত্ত্বেও বাড়ি পাইনি। সাংসদকে সে কথাই বলেছিলাম। উনি শুধু বললেন, ‘ঠিক আছে। ঠিক আছে, পাবেন, পাবেন।’ এই বলেই চলে গেলেন।’

এ প্রসঙ্গে অর্জুন বলেন, ‘আমি সকলের কথাই শুনেছি। তাঁদের অভাব-অভিযোগ জেনেছি। সব ব্যবস্থা করা হবে।’ সাংসদকে ঘিরে বিক্ষোভের বিষয়টি অস্বীকার করেছে জেলা নেতৃত্বও। তৃণমূল শিবির থেকে বলা হয়, ‘আমাদের এখানে কোনও বিক্ষোভের ঘটনা ঘটেনি। কর্মসূচির কাজ খুব ভাল ভাবেই হয়েছে।’

Avatar
Sudipto

সম্পর্কিত খবর