বাংলা হান্ট ডেস্কঃ পঞ্চায়েত ভোট পূর্বে আটঘাট বেঁধে জয়ের প্রস্তুতিতে ময়দানে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দল। বলাইবাহুল্য সেই তোড়জোড় সর্বাধিক পরিলক্ষিত হচ্ছে শাসকদলের ক্ষেত্রেই। সেইমত তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee) প্রণিত দূতেরা আম জনতার সমস্যা নিরসনে পৌঁছে যাচ্ছেন তাঁদের দুয়ারে। আর সেখানেও নাকি চরম হেনস্থার শিকার সাধারণ মানুষ। উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) ইছাপুরের নীলগঞ্জে এই কর্মসূচীতে এক সাধারণ মানুষকে সপাটে চড় মারার অভিযোগ ওঠে এক তৃণমূল নেতার বিরুদ্ধে। আর সেই নিয়েই এদিন অভিযুক্ত ওই নেতাকে প্রকাশ্যে হুঁশিয়ারি দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
শনিবার নদিয়ার (Nadia) হরিণঘাটার নিমতলায় জনসভা থেকে রাজ্যের মন্ত্রীর সামনে এক যুবকের গালে চড় মারার ঘটনার তীব্র প্রতিবাদ করেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। অভিযুক্তকে হুঁশিয়ারি দিয়ে তিঁনি বলেন, ”শুনে রাখুন, যে হাতে আজ ওই প্রতিবাদী যুবকের গালে থাপ্পড় মেরেছেন, বিজেপি সরকার হবে আর এই ভিডিওটা হারিয়ে যাবে না। ওই দুটো হাত দিয়ে ওই ছেলেটার পা ধুইয়ে আপনাকে জল খাওয়ানো হবে।”
প্রসঙ্গত, শনিবার শাসক দলের ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচি চলছিল উত্তর ২৪ পরগনার ইছাপুরের নীলগঞ্জে। আর সেখানেই ঘটে বিপত্তি। শাসক দলের অভিযোগ সেখানকার স্থানীয় বিজেপি মণ্ডল সভাপতি তাঁদের এই কর্মসূচিতে বাধা দেওয়ার চেষ্টা করে । অন্যদিকে পাল্টা বিজেপির অভিযোগ, রাজ্যের খাদ্যমন্ত্রী তথা স্থানীয় বিধায়ক রথীন ঘোষের সামনেই শিবির থেকে এক তৃণমূল কর্মী ওই যুবককে চড় মেরেছেন। এরপর সৌজন্যতার খাতিরে ওই বিজেপি নেতার কাছে ক্ষমা চেয়ে ঘটনার অবসান ঘটন মন্ত্রী রথীন ঘোষ। তবে এই নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয় জোর তরজা।
আর এই ঘটনা প্রসঙ্গেই শনিবার বিকেলে হরিণঘাটার সভায় চরম হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু অধিকারী বলেন, ”আমরা হিসাব নেব। আমরা সব হিসাব নেব। যে হাতে আজকে ওই প্রতিবাদী যুবকের গালে থাপ্পড় মেরেছেন, বিজেপির সরকার হবে আর এই ভিডিওটা হারিয়ে যাবে না। ওই দুটো হাত দিয়েই ওই ছেলেটার পা ধুইয়ে আপনাকে জল খাওয়ানো হবে।” এদিন নানা ইস্যুতে জাকির হোসেন, আমিরুদ্দিন ববি, অর্পিতা মুখোপাধ্যায়ের নাম উল্লেখ করে বিরোধী দলনেতা বলেন, ”এদের মতো মাল ঢুকিয়ে রেখেছে। সব মাল বের করব।”