এবার আধার কার্ডের নিয়মে এল বড়সড় পরিবর্তন! দুর্ভোগ এড়াতে এখনই করুন এই কাজ

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে আমাদের দেশে আধার কার্ড (Aadhar Card) হল একটি গুরুত্বপূর্ণ নথি। পড়াশোনা থেকে শুরু করে কর্মজীবন প্রতিটি ক্ষেত্রেই এই কার্ড বিভিন্ন সময়ে কাজে লাগে। সর্বোপরি, সরকারি প্রকল্পগুলির সুবিধা পেতেও এই কার্ডের জুড়ি মেলা ভার। তবে, এবার ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (Unique Identification Authority of India, UIDAI) আধার কার্ডের ঠিকানা আপডেট করার জন্য একটি নতুন বৈশিষ্ট্য চালু করেছে।

এমতাবস্থায়, কোনো নাগরিকের যদি ঠিকানার প্রমাণ না থাকে, সেক্ষেত্রে তিনি পরিবারের প্রধানের (Head of Family, HoF) সাহায্যে ঠিকানা আপডেট করার সুবিধে পাবেন। এমতাবস্থায়, কোনো বাসিন্দার যদি আত্মীয়দের কাছে আধার কার্ডে ঠিকানা পরিবর্তন করার জন্য প্রয়োজনীয় নথি না থেকে থাকে, সেক্ষেত্রে তিনি তাঁদের আধারে HoF-র সাহায্যে অনলাইন ঠিকানা আপডেট করতে পারবেন।

এই প্রসঙ্গে UIDAI জানিয়েছে যে, এই সুবিধার ফলে যাঁরা বিভিন্ন কারণে নিজের শহর ছেড়ে দেশের অন্যান্য শহরে গিয়ে রয়েছেন তাঁদের জন্য এটি খুব উপকারী প্রমাণিত হবে। এর মাধ্যমে UIDAI দ্বারা নির্ধারিত যেকোনো একটি বৈধ ঠিকানার শংসাপত্র ব্যবহার করে বর্তমান ঠিকানা আপডেট করার সুবিধা মিলবে। শুধু তাই নয়, এই নতুন নিয়মে ১৮ বছরের বেশি বয়সী যেকোনো বাসিন্দা এই ক্ষেত্রে HoF হয়ে তাঁর আত্মীয়দের সঙ্গে নিজের ঠিকানা শেয়ার করতে পারেন।

এই নথিগুলির প্রয়োজন হবে: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ঠিকানা পরিবর্তনের ক্ষেত্রে মার্কশিট, বিবাহের শংসাপত্র, পাসপোর্ট অথবা রেশন কার্ডের মত নথি প্রমাণ হিসাবে উপস্থাপিত করা যাবে। তবে, মাথায় রাখতে হবে যে, এমন একটি নথি হতে হবে যেখানে আবেদনকারীর পরিবারের প্রধানের নাম এবং তাঁর সঙ্গে আবেদনকারীর সম্পর্কের বিষয়টি যাতে উল্লিখিত থাকে। এমতাবস্থায়, একটি OTP-র মাধ্যমে বিষয়টি যাচাই করা হবে। এদিকে, আবেদনকারী এবং HoF-এর মধ্যে কোনো সম্পর্ক না থাকলে সেক্ষেত্রে ব্যবহারকারীদের UIDAI কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে একটি সেলফ ডিক্লারেশন জমা দিতে হবে বলেও জানা গিয়েছে।

এইভাবে বদল করতে হবে ঠিকানা: আপনি যদি ঠিকানা পরিবর্তন করতে চান সেক্ষেত্রে প্রথমে মাই আধার পোর্টালে গিয়ে পরিবারের প্রধানের অপশন সিলেক্ট করতে হবে। এরপরে সেখানে HoF-এর আধার নম্বর দিতে হবে। আধার নম্বরটি যাচাইয়ের পরে আবেদনকারীকে পরিবারের প্রধানের সঙ্গে তাঁর সম্পর্কের নথিটি জমা দিতে হবে। এদিকে, সার্ভিস চার্জ বাবদ দিতে হবে ৫০ টাকা।

aadhar card 12dd

যদিও, নির্ধারিত সময়ের মধ্যে রিকোয়েস্টটি HoF গ্রহণ না করলে বা প্রক্রিয়া চলাকালীন বিষয়টি প্রত্যাখ্যাত হলে আবেদনকারীকে কিন্তু এই অর্থ ফেরত দেওয়া হবে না। এমতাবস্থায়, পরবর্তী ধাপে ওই ব্যক্তিকে একটি Service Request Number নম্বর দেওয়া হবে এবং ঠিকানা বদলানোর রিকোয়েস্টের পরিপ্রেক্ষিতে একটি এসএমএস HoF-কে পাঠানো হবে। HoF-কে সেটি অ্যাকসেপ্ট করে বিজ্ঞপ্তিটি পাওয়ার পর ৩০ দিনের মধ্যে “মাই আধার’ পোর্টালে লগ ইন করে সম্মতি প্রদান করতে হবে। তবে, HoF তাঁর ঠিকানা না দিতে চাইলে বা Service Request Number তৈরি হওয়ার ৩০ দিনের মধ্যে রিকোয়েস্ট গ্রহণ না করলে প্রক্রিয়াটি বন্ধ হয়ে যাবে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর