বাংলাহান্ট ডেস্ক: বিগত অনেক দিন ধরেই কানাঘুষো শোনা যাচ্ছিল যে রেল নাকি জেনারেল কামরা তুলে দেবে। তবে ভারতীয় রেলের তরফে আনুষ্ঠানিক ভাবে তেমন কিছু জানানো হয়নি। কিন্তু এ বার এ বিষয়ে বড়সড় সিদ্ধান্ত নিল রেল (Indian Railways)। রেলযাত্রীদের বড় ধাক্কা দিতে চলেছ তারা। অনেক ট্রেন থেকেই জেনারেল কামরা পুরোপুরি ভাবে তুলে দিতে চাইছে ভারতীয় রেল। বিশেষত উত্তর প্রদেশ গেলে আরও বেশি করে এই সমস্যায় পড়তে হবে।
দিল্লি থেকে উত্তরপ্রদেশের নানা জায়গায় প্রতিদিন একাধিক ট্রেন চলে। তবে এর মধ্যে গোরক্ষপুরগামী ট্রেনগুলির জন্য এই সিদ্ধান্ত নিয়েছে রেল। গোরক্ষধাম এক্সপ্রেস সহ একাধিক ট্রেনেই জেনারেল কামরা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেল। জেনারেল কামরা কমিয়ে তার জায়গায় বাতানুকূল কামরা যোগ করা হবে এই ট্রেনগুলিতে। এমনটাই জানিয়েছে রেল।
রেলের এই সিদ্ধন্তে ভয়ানক বিপদে পড়তে চলেছেন সাধারণ রেলযাত্রীরা। বিশেষত গরীব মানুষকে এই পদক্ষেপ খুবই বিপদে পড়বে। উল্লেখ্য, দু’বছর আগেও গোরক্ষধাম এক্সপ্রেসে ৯টি জেনারেল কামরা ছিল। কিন্তু বৃহস্পতিবার থেকে এই সংখ্যা অনেকটাই কমিয়ে আনা হবে। এ বার থেকে মাত্র ৩টি জেনারেল বগি থাকবে এই ট্রেনে।
জেনারেল কামরাগুলির পরিবর্তে বাড়ানো হবে বাতানুকূল কামরা। জেনারেল কামরার পরিবর্তে ৭টি বাতানুকূল কামরা দেওয়া হবে এই ট্রেনে। পাশাপাশি, আরও একাধিক ট্রেনেও তুলে দেওয়া হয়েছে জেনারেল কামরা। ভারতীয় রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক পঙ্কজ কুমার সিংহ জানিয়েছেন, স্লিপারে ভ্রমণকারী যাত্রীরা এখন বাতানুকূল কামরায় যাতায়াত করছেন।
‘ফলে চাপ বাড়ছে বাতানুকূল কামরায়। সেখানে ওয়েটিং লিস্ট আরও লম্বা হচ্ছে। অনেক সময়েই সেই টিকিট কনফার্ম হচ্ছে না। কারণ পর্যাপ্ত কামরা নেই। এই পরিস্থিতির মোকাবিলা করতে জেনারেল কামরা কমিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল।