বাংলা হান্ট ডেস্ক : সংক্রান্তির পর নেতাজি জয়ন্তী, সরস্বতী পুজোও কাটবে শীত ছাড়াই। শীতের বিদায় আসন্ন। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, সোমবার থেকেই ধীরে ধীরে পারদ চড়তে শুরু করবে বঙ্গে। শহরের সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছতে পারে ১৮ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। চলতি মরশুমে শীত যে বিদায় নিতে চলেছে। এমনই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)।
এক নজরে আজকের আবহাওয়া :
সর্বোচ্চ তাপমাত্রা : ১৫.২°সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ১৩.৫° সেলসিয়াস
আর্দ্রতা : ৫৬%
বাতাস : ১১ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৮০%
আজকের আবহাওয়া : এক ধাক্কায় অনেকটা পারদ পতন হয়েছিল কলকাতায়। মনে করা হচ্ছিল, হাওয়া অফিসের পূর্বাভাস মিথ্যে করে বুঝি কামব্যাক করবে শীত। কিন্তু, বাস্তবে তা হল না। আবারও ঊর্ধ্বমুখী কলকাতা শহরের তাপমাত্রা। রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ফের দুই ডিগ্রি বেড়ে দাঁড়াল ১৬.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৪৪ থেকে ৯৪ শতাংশের মধ্যে।
উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া : উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী দুদিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, তারপরে দুদিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে হিমালয় সংলগ্ন জেলাগুলিতে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে ঠান্ডা এখনই কমে যাচ্ছে না। আগামী দুদিন হিমালয় সংলগ্ন জেলাগুলির কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে।
অপরদিকে, দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী ৩-৪ দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। এরপর থেকে তাপমাত্রা আর কমার সম্ভাবনা নেই। তা বাড়তেই থাকবে। আগামী ২৪ ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।
আগামীকালের আবহাওয়া : হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে সোমবার থেকেই শহরের তাপমাত্রা বাড়তে শুরু করবে। অর্থাৎ শীত বিদায় নিতে শুরু করবে। শহরের তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।