ফের এক নাম পরিবর্তন! এবার দিল্লির ‘মুঘল গার্ডেন্সে’র নাম হয়ে গেল ‘অমৃত উদ্যান’, সরব বিরোধিরা

বাংলা হান্ট ডেস্ক : আরও এক নাম পরিবর্তন। ফের এক ঐতিহাসিক জায়গার নাম বদল হতে চলেছে। এবার রাষ্ট্রপতি ভবনের বিখ্যাত ‘মুঘল গার্ডেন’ (Mughals Garden)এর নাম পরিবর্তন করা হল। এবার থেকে মুঘল গার্ডেনের নতুন নাম হল ‘অমৃত উদ্যান’ (Amrit Uddan)। ২৮ জানুয়ারি, শনিবারই এই নামকরণ করে কেন্দ্রীয় সরকার। তবে ২৯ জানুয়ারি, রবিবার আনুষ্ঠানিকভাবে অমৃত উদ্যানের উদ্বোধন করা হবে বলে জানা যাচ্ছে। এরপর সর্বসাধারণের জন্য এই উদ্যান খুলে দেওয়া হবে।

জানা গিয়েছে, বর্তমানে স্বাধীনতার ৭৫ তম বর্ষ অমৃত মহোৎসব উদযাপন করছে গোটা দেশ। সেই ‘অমৃত মহোৎসব’-কে তুলে ধরতেই কেন্দ্রীয় সরকার রাষ্ট্রপতি ভবনের ঐতিহ্যবাহী মুঘল গার্ডেনের নতুন নামকরণ করল ‘অমৃত উদ্যান’। আগামী কাল অর্থাৎ ২৯ জানুয়ারি, রবিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অমৃত উদ্যানের উদ্বোধন করতে চলেছেন। আগামী দু-মাস অর্থাৎ ৩১ জানুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে এই উদ্যান।

delhi 2

স্বাধীনতার ৭৫ তম বর্ষের ‘অমৃত মহোৎসব’-কে তুলে ধরতেই মুঘল গার্ডেনের নাম অমৃত উদ্যান করা হচ্ছে বলে কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়। তবে সমালোচনা উঠছে এই সিদ্ধান্তেরও। তাঁদের মতে, ঔপনিবেশিক অতীত ও ইতিহাস ভোলানোর জন্য মোদি সরকারের এটা একটি বড় ষড়যন্ত্র। এর আগে দিল্লির রাজপথের নাম পরিবর্তন করে ‘কর্তব্য পথ’ করা হয়েছে।

৭৫ তম স্বাধীনতা দিবসের বক্তৃত্বায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, যে সমস্ত চিহ্নে ঔপনিবেশিক মানসিকতার ভাব রয়েছে, সেগুলি বাতিল করতে হবে। তারপরই নয়া দিল্লির রাস্তার নাম বদল করা হয়। রাজপথের নাম বদলে কর্তব্য পথ, রেসকোর্সের নাম লোকমান্য মার্গ করা হয়। ঔপনিবেশিক অতীত ভোলাতেই ব্রিটিশ আমলে তৈরি এই রাস্তাগুলির নাম বদল করা হয় বলে দাবি বিরোধিদের।

Sudipto

সম্পর্কিত খবর