তিহাড় জেল থেকে রহস্যজনকভাবে উধাও নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত গোপাল দলপতি! চিন্তায় ইডি

বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) কাণ্ডে ধুন্ধুমার দশা বাংলায়। একের পর পর শাসক দলের নেতা মন্ত্রীরা ধরা পড়েছে তদন্তকারী সংস্থার হাতে। সম্প্রতি শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হয়েছেন যুব তৃণমূলের (Trinamool) রাজ্য সম্পাদক কুন্তল ঘোষ (Kuntal Ghosh)। তাঁকে গ্রেফতার করার পর থেকেই একের পর এক রহস্যের কিনারা খুঁজে পাচ্ছেন গোয়েন্দা আধিকারিকরা। বাড়ছে তদন্তের গতি। এই যুব নেতাকে জেরা করেই আরও এক গুরুত্বপূর্ণ নাম উঠে এসেছে ইডির কাছে। তা হল চিটফান্ড মামলায় ধৃত গোপাল দলপতি (Gopal Dalpati)।

নিয়োগ দুর্নীতি মামলায় ক্রমশ্যই লম্বা হচ্ছে অভিযুক্তদের তালিকা। বর্তমানে কেন্দ্রীয় সংস্থার নজরে গুরুত্বপূর্ণ চার চরিত্র। মানিক ঘনিষ্ট তাপস মণ্ডল, কুন্তল ঘোষ, গোপাল দলপতি এবং শান্তনু বন্দোপাধ্যায়। এই চারজনের সূত্র ধরেই রহস্যের কিনারা করতে চাইছে ইডি। উল্লেখ্য, যুব নেতা কুন্তল ঘোষকে জেরায় বারংবারই উঠে আসছে গোপাল দলপতির নাম। গোপাল দলপতি, যিনি বর্তমানে চিটফান্ড মামলায় গ্রেফতার হয়ে তিহাড় জেলে বন্দি রয়েছেন বলেই খবর ছিল।

কুন্তলের দাবি, নিয়োগ দুর্নীতির টাকা তোলার মূল মাথা এই গোপাল দলপতি। কোটি টাকা তুলেছেন তিঁনি। শুধু কুন্তলই নয়, জেরায় এই গোপাল দলপতি নাম উঠে এসেছে মানিক ঘনিষ্ট তাপস মণ্ডলের মুখেও। তাঁদের দুজনারই দাবি, তাঁদের কাছ থেকে সরাসরি টাকা পৌঁছে যেত গোপাল দলপতির কাছে। শুধু তাই নয়, সেই কালো টাকা সাদা করতেই চিটফান্ড ও একাধিক বেসরকারি সংস্থায় গোপাল লগ্নি করতেন বলেও তাঁদের অভিযোগ।

কিন্তু কোথায় সেই গোপাল দলপতি? খোঁজ করতেই জানা গিয়েছে, চিটফান্ড মামলায় ধৃত গোপাল দলপতি বর্তমানে নিখোঁজ। ২০২১ সাল থেকে দিল্লির তিহাড় জেলে বন্দি ছিলেন গোপাল দলপতি। তবে ইডি সূত্রে খবর, দিল্লির ইকোনমিক অফেন্স উইং জানিয়েছে প্রায় এক বছর আগে তিহাড় থেকে জামিনে ছাড়া পান গোপাল দলপতি। তারপর থেকেই নাকি খোঁজ মিলছে না তাঁর। সূত্রের খবর শুক্রবার ইডির দফতর থেকে গোপাল দলপতির খোঁজে দিল্লির ইকোনমিক অফেন্স উইংয়ে ফোন করা হলে তাঁরা জানায়, একবছর আগে জামিনে ছাড়া পেয়েছেন গোপল। তারপর থেকেই উধাও তিঁনি। কোথায় আছেন সেই খোঁজ চালাচ্ছে ইকোনমিক অফেন্স উইংও।

ed,

একদিকে যেখানে গোপাল দলপতির কাঁধে ভড় করে তদন্তের কুলকিনারা করতে চাইছে ইডি। অন্যদিকে তিহাড় জেল থেকে হঠাৎ উধাও সেই গোপাল। এবার কোন সূত্র ধরে এই গোপাল দলপতিকে খুঁজে বের করবে ইডি সেটাই দেখার বিষয়।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর