ভারতের অর্থনীতিকে কে সবচেয়ে ভালো সামলেছেন? সমীক্ষায় উঠে এল চমকপ্রদ তথ্য

বাংলা হান্ট ডেস্ক : আর ৩ দিন পরেই লোকসভায় বাজেট পেশ। অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের (Nirmala Sitharaman) প্রস্তুতি চলছে জোরকদমে। কিন্তু এর মধ্যেই চালানো হল একটি সমীক্ষা। ভারতের অর্থনীতিকে কে সবচেয়ে ভালো সামলেছেন, নরেন্দ্র মোদি (Narendra Modi) না প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং (Monmohan Singh)? সামনে এল চমকপ্রদ তথ্য। জনপ্রিয় অর্থনীতিবিদ তথা একসময়ের প্রাক্তন অর্থমন্ত্রী এবং পরবর্তীকালে প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর অর্থনীতিতেও অনেকটাই এগিয়ে মোদি। সমীক্ষায় দেখা গেল প্রায় ৫১ শতাংশ মানুষ মনে করছেন মনমোহন সিং-এর থেকে নরেন্দ্র মোদি ভারতীয় অর্থনীতিকে অনেকটাই ভালো সামলেছেন।

প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই নরেন্দ্র মোদির সামনে একাধিক বড়ো চ্যালেঞ্জ ছিল। প্রথমত ক্রমেই ঘাটতি বৃদ্ধি পেয়েছে রাজকোষে। ২০২২ সালের ডিসেম্বর মাসে রাজকোষের ঘাটতি বেড়ে পৌঁছায় ১.৯৪ লক্ষ কোটি টাকা। ঘাটতি বাড়ে আমদানি এবং রপ্তানি মূল্যেও। ২০২২ সালের জুলাই মাসে টাকার অবমূল্যায়ন চূড়ান্ত সীমায় পৌঁছায়। ১ ডলারের মূল্য এসে ঠেকে ৮০-র ও বেশি টাকায়। এছাড়া, বার্ষিক রপ্তানির হার কমেছে ১২.২ শতাংশ।

modi

 

 

এত কিছু খারাপ দিক থাকা স্বত্বেও নমোর প্রতি যথেষ্ট সহানুভূতিশীল দেশের মানুষ। মুড অফ দ্য নেশন সমীক্ষার রিপোর্টে জানা গেল ৫১ শতাংশেরও বেশি মানুষ মনে করেন নমোই যথেষ্ট ভালো অর্থনীতিকে সামলেছেন। অপর দিকে অনেকটাই পিছিয়ে মনমোহন সিং। ৩৬ শতাংশ মানুষের রায় গেছে প্রাক্তন প্রধানমন্ত্রীর দিকে। এরমধ্যে ১৩ শতাংশ কোনও মতামত দেননি।

কেন্দ্রীয় সরকারি সূত্র বলছে করোনা এবং রাশিয়া-উইক্রেন যুদ্ধের ধাক্কা সামলে এবারের বাজেটে সরকার নতুন করে বড় কোনও ঘোষণা নাও করতে পারে। কারণ, বর্তমানে যে প্রকল্পগুলি চলছে, জোড়া ধাক্কার জেরে সেই প্রকল্পগুলি চালাতেও হিমশিম খেতে হচ্ছে কেন্দ্রকে। শেষপর্যন্ত আর্থিক ঘাটতি মিটিয়ে কেন্দ্র বড় কোনও ঘোষণা না করে পরিকাঠামোয় জোর দিতে পারে বলে শোনা যাচ্ছে।

Sudipto

সম্পর্কিত খবর