বাংলা হান্ট নিউজ ডেস্ক: দীর্ঘদিন ভারতের (Team India) হয়ে টেস্ট ক্রিকেটে ওপেন করতে দেখা গিয়েছে তাকে। কখনও সঙ্গী গৌতম গম্ভীর, কখনও বীরেন্দ্র সেওবাগ, কখনও বা শিখর ধাওয়ান, একাধিক কিংবদন্তির ওপেনিং পার্টনার হয়েও নিজের জন্য আলাদা পরিচয় তৈরি করতে সক্ষম হয়েছিলেন। ক্রিকেট এবং ক্রিকেটের মাঠের বাইরেও একাধিক বিতর্কেও জড়িয়েছেন। এহেন মুরলী বিজয় (Murali Vijay) আজ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন।
নিজের বিদায় বেলায় এক টুইটে তিনি বলেছেন, “”আজ, অপরিসীম কৃতজ্ঞতা এবং বিনয়ের সাথে, আমি সমস্ত ধরণের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করছি। ২০০২ সাল থেকে ২০১৮ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে আমার যাত্রাটা ছিল আমার জীবনের সবচেয়ে বিস্ময়কর বছরগুলি। কারণ এটি ছিল খেলাধুলার সর্বোচ্চ স্তরে আমার দেশ ভারতের প্রতিনিধিত্ব করতে পারার মতো বিশেষ সম্মান। ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI), তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন (TNCA), চেন্নাই সুপার কিংস এবং চেমপ্লাস্ট সানমার আমাকে সুযোগ দিয়েছে, এজন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ।”
তিনি আরও বলেছেন, “আমার প্রত্যেক সতীর্থ, কোচ, পরামর্শদাতা এবং সহায়ক কর্মীদের আমি বলতে চাই যে, আপনাদের সকলের সাথে খেলা ও সময় কাটানো একটি পরম সৌভাগ্যের বিষয় এবং আমার স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করতে সাহায্য করার জন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। ক্রিকেট ভক্তদের যারা আমাকে সমর্থন করেছেন আমার আন্তর্জাতিক ক্রিকেটের যাবতীয় উত্থান- পতনের সময়, আমি আপনাদের সকলের সাথে কাটানো মুহূর্তগুলোকে চিরকাল মনে রাখবো। আপনাদের সমর্থন সবসময়ই অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে আমার কাছে।”
কিছুদিন আগেই মুরলী বিজয় আফসোস প্রকাশ করেছিলেন যে তিনি যথাযথ স্বাধীনতা পাননি। তার একসময়ের ওপেনিং সঙ্গী বীরেন্দ্র সেওবাগের উদাহরণ টেনে এনে তিনি বলেছিলেন যে সেওবাগ নিজের কেরিয়ারে মন খুলে ব্যাটিং করার যে স্বাধীনতা পেয়েছিলেন, তেমনটা তার ক্ষেত্রে হয়নি। তেমনটা হলে তার রেকর্ড হয়তো আরো কিছুটা উন্নত হতো। এই নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হয়েছিল তাকে।
নিজের কেরিয়ারের মুরলী বিজয় ১০ বছরে মোট ৬১টি টেস্ট খেলেছেন। এই ৬১ টি ম্যাচের ১০৫ টি ইনিংসে তিনি ৩৮.৩ গড়ে ও ৪৬.৩ স্ট্রাইক রেট সহ মোট ৩৯৮২ রান করেছেন। তার নামের পাশে রয়েছে ১২টি টেস্ট শতরান। দেশের হয়ে ১৭টি ওডিআই এবং ৯টি টি-টোয়েন্টি ম্যাচেও মাঠে নেমেছেন তিনি। যদিও সেখানে তার পরিসংখ্যান টেস্টের মতো উজ্জ্বল নয়। এছাড়া আইপিএলে ১০৬ টি ম্যাচ খেলে মোট ২৬১৯ রান করেছেন এই ওপেনার। আইপিএলের মঞ্চে দুটি শতরান করার গৌরবও তার নামের সাথে যুক্ত আছে।