সস্তায় হোটেল দিচ্ছে রেল, OYO-র চেয়ে সাশ্রয়ী এই পরিষেবা সম্পর্কে জানলে হাঁ হয়ে যাবেন

বাংলাহান্ট ডেস্ক : যদি আপনাকে ট্রেন যাত্রার সময় কিছু সময়ের জন্য বিরতি নিতে হয় অথবা এক বা দুই দিনের জন্য কাজ শেষ করে বাড়ি ফিরে যেতে হয়, তাহলে এমন পরিস্থিতিতে আপনাকে আর হোটেল খুঁজতে হবে না। শুধু তাই নয়, আপনাকে অতিরিক্ত টাকাও দিতে হবে না। রেলওয়ে (Indian Railway) তার যাত্রীদের জন্য একটি নতুন পরিষেবা শুরু করতে চলেছে যেটা ভীষণ ভাবেই ‘বাজেট ফ্রেন্ডলি’ হওয়ার পাশাপাশি আরামদায়কও।

এবার থেকে মুম্বাই সেন্ট্রাল এবং ছত্রপতি শিবাজি টার্মিনাসের মতো, দিল্লীর রেল স্টেশনগুলিতেও যাত্রীদের জন্য স্লিপিং পডের (Sleeping Pod) সুবিধা প্রদানের প্রস্তুতি শুরু হয়েছে। এই সুবিধাটি পুরানো দিল্লী রেলওয়ে স্টেশন থেকে শুরু হবে। এতে যাত্রীরা কম টাকায় স্টেশন চত্বরে বিশ্রাম নেওয়ার সুবিধা পাবেন। স্লিপিং প্যাডে এক থেকে দুইজন যাত্রী থাকতে পারবেন। পাশাপাশি যাত্রীদের জন্য ইন্টারনেট, ফোন চার্জিং, টয়লেটের মতো সুবিধা পাওয়া যাবে। তবে খাবারের জন্য তাঁদের ক্যাটারিং স্টলে যেতে হবে। এমনকী কেউ চাইলে অনলাইনেও খাবার অর্ডার করতে পারবেন।

পুরানো দিল্লীতে এই পরিষেবাটির পরে আনন্দ বিহার টার্মিনাল, হযরত নিজামুদ্দিন সহ অন্যান্য স্টেশনগুলিতে শুরু করার কথা চলছে। আপাতত এই নয়া ব্যবস্থাটি চালু করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে রেলের কর্মকর্তারা জানিয়েছেন। আগামী সপ্তাহে এর দরপত্র বা কত টাকা ভাড়া নেওয়া হবে তা ঠিক করা হবে। তবে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই এটি সবচেয়ে সস্তা এবং সবচেয়ে সুবিধাজনক রাখা হবে বলেই জানানো হয়েছে।

Sleeping pod

বলা বাহুল্য, দিল্লী রেলওয়ে স্টেশন এবং অন্যান্য বড় রেলস্টেশনগুলির আশেপাশে অবস্থিত ওয়ো হোটেল (oyo hotel) এবং অন্যান্য হোটেলগুলির দালালরা প্রায়ই হোটেলগুলিতে রুম পাওয়ার নামে যাত্রীদের হয়রানি করে থাকে। এই ব্যবস্থার প্রয়োগের ফলে তাদের থেকে নিষ্কৃতি পাওয়া যাবে। সাধারণত, যারা ১-২ দিনের মধ্যে কাজ সেরে বাড়ি ফিরে যায় তারা সহজেই রেলের এই সুবিধা উপভোগ করে তাদের সম্পূর্ণ কাজ শেষ করতে পারবেন।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর